বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে দেশের অধিকাংশ বাড়িতে এলপিজি কানেকশন পৌঁছে গিয়েছে। কিন্তু, যেভাবে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বৃদ্ধি পাচ্ছে তাতে প্রত্যক্ষভাবে পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের। তবে, এবার বিজ্ঞানীরা এমন একটি উপায় বের করেছেন যার ফলে এক্ষেত্রে খরচের চিন্তা অনেকটাই কমে যাবে। মূলত, তাঁরা এমন একটি চুল্লি তৈরি করেছেন যা পুরোনো চুল্লির তুলনায় ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয় করতে পারে। এটি সম্ভব করেছেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) বিজ্ঞানীরা। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
বিজ্ঞানীরা তৈরি করেছেন এক অভিনব চুল্লি: মূলত, গ্রেটার নয়ডায় স্থিত Bharat Petroleum Corporate R&D Centre-এর বিজ্ঞানীরা গ্যাসের খরচ কম হয় এমন চুল্লি তৈরির ক্ষেত্রে বিভিন্ন কাজ করেছেন। এর পরে এমন একটি গ্যাসের চুল্লি তৈরি করা হয়েছে যা ৭৪ শতাংশ পর্যন্ত থার্মাল এফিসিয়েন্সির সাথে কাজ করে। এর নাম দেওয়া হয়েছে ভারত হাই-স্টার স্টোভ।
অন্যান্য চুল্লির তুলনায় ভারত হাই-স্টার স্টোভ বেশি পরিমাণে গ্যাস সাশ্রয় করে। আপনি যদি বাজারে উপলব্ধ অন্যান্য চুল্লির সাথে এটির তুলনা করেন সেক্ষেত্রে ভারত হাই-স্টার স্টোভ ৬ থেকে ৭ শতাংশ বেশি কার্যকর। এই প্রসঙ্গে Bharat Petroleum Corporate R&D Centre-এর সিজিএম ভারত নেওয়ালকার উল্লেখ করেছেন যে, ভারত হাই-স্টার স্টোভ প্রতি পরিবার পিছু বছরে অন্তত একটি সিলিন্ডার সাশ্রয় করবে। এই হিসেব করা হয়েছে এমন পরিবারের কথা মাথায় রেখে, যাঁরা প্রতি মাসে একটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। অর্থাৎ, বছরে ১২টি গ্যাস সিলিন্ডার।
পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন যে, চুল্লি যত পুরোনো হবে, তত বেশি আপনি গ্যাস সাশ্রয় করবেন। ধরুন, বর্তমানে আপনি যে চুল্লিটি ব্যবহার করছেন সেটি ২ থেকে ৫ বছর পর্যন্ত পুরোনো। এমতাবস্থায়, আপনি যদি সেটি সরিয়ে ভারত গ্যাসের চুল্লি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ১ বছরে প্রায় আড়াইটি গ্যাস সিলিন্ডারের সাশ্রয় হবে। শুধু তাই নয়, আপনার চুল্লির বয়স যদি পাঁচ থেকে দশ বছর হয়, তাহলে আপনি ভারত হাই-স্টার স্টোভ ব্যবহার করে বছরে চারটি গ্যাস সিলিন্ডার বাঁচাতে পারবেন। পাশাপাশি, আপনার চুল্লিটি যদি ১০ বছরের বেশি পুরানো হয় সেক্ষেত্রে আপনি বছরে ৫.৩ টি সিলিন্ডার কম ব্যবহার করবেন।
কোথায় পাওয়া যাবে এটি: মূলত, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই চুল্লি তৈরি করেছে এবং গ্যাসের চুল্লি তৈরিকারী সংস্থাগুলিকে এটির প্রযুক্তি দিয়েছে। ওইসব কোম্পানি এখন এই চুল্লি তৈরি করে বাজারে বিক্রি শুরু করেছে। নেওয়ালকার জানিয়েছেন যে, এই চুল্লিটি অ্যামাজনে উপলব্ধ রয়েছে।
PNG চুল্লিও আসছে: ভারত পেট্রোলিয়ামের বিজ্ঞানীরা বর্তমানে এটিকে এলপিজিতে চালিত করেছেন। তবে, যাদের বাড়িতে প্রাকৃতিক গ্যাস বা PNG কানেকশন রয়েছে তাঁদের জন্যও উন্নত প্রযুক্তির এই গ্যাসের চুল্লি তৈরি করা হয়েছে। আগামী মাসেই সেটি বাজারে আসতে পারে।