‘কালীঘাটের কাকুর সহযোগী কারা? সুজয়কৃষ্ণ গ্রেফতার হতেই নাম প্রকাশ্যে আনলেন শুভেন্দু, তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ টানা ১২ ঘন্টা জেরার পর গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু’ (Kalighater Kaku)ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। কাকু গ্রেফতার হতেই জোর চর্চা রাজনৈতিক মহলে। বহুদিন থেকেই গোয়েন্দাদের আতস কাঁচের নীচে ছিলেন সুজয়বাবু। গতকাল তদন্তের স্বার্থে তাকে ডেকে পাঠালেও অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হন। আর তার পরই এবার ট্যুইটারে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) উল্লেখ করে এবার টুইট করলে নন্দীগ্রামের বিধায়ক। মঙ্গলবার রাতে ‘কাকুর’ গ্রেফতারির সঙ্গে সঙ্গেই ট্যুইট করে শুভেন্দু লেখেন, ‘শেষ পর্যন্ত আইনের লম্বা হাত মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছল। কেউ রেহাই পাবে না, মাথারাও জেলে যাবে, সময় হয়ে গিয়েছে’।

ট্যুইটে শুভেন্দু আরও লেখেন, ‘কালীঘাটের কাকুর সহযোগীদের চিনে নিন’। এরপর তাতে ‘LEAPS & BOUNDS PRIVATE LIMITED’ নামের একটি সংস্থার ডিরেক্টরদের তালিকা বলে উল্লেখ করে একটি স্ক্রিনশট পোস্ট করেন বিধায়ক। দেখা যাচ্ছে, শুভেন্দুর পোস্ট করা সেই তালিকায় ডিরেক্টর হিসেবে নাম রয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বনাথ ভট্টাচার্যের। আর উল্লেখযোগ্য বিষয় হল তালিকায় ডিরেক্টর হিসেবে নাম রয়েছে এই সুজয়কৃষ্ণ ভদ্রেরও।

প্রসঙ্গত, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের প্রাক্তন কর্মী এই সুজয়কৃষ্ণ। অভিষেককে মালিক বলেই সম্বোধন করেন তিনি। গত সপ্তাহে তল্লাশির সময় বেহালার বাড়ি থেকে সুজয়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। জানা যায়, সেই মোবাইল থেকেই বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে আসে। এরপরই গোয়েন্দা সংস্থার তরফে ডাক পড়ে তার।

sujay 7

সেই মতোই গতকাল তলব করা হয় ‘কাকু’ কে। আর তারপরই গ্রেফতার। বিগত কিছুমাস ধরে ‘কালীঘাটের’ কাকুকে নিয়ে কম চৰ্চা হয়নি। কিছুদিন আগেই সুজয়কৃষ্ণের বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় দীর্ঘক্ষণ ধরে বেহালায় কালীঘাটের কাকুর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি।

এক বেসরকারি সংবাদমাধ্যমে গোপাল দলপতি প্রথম কাকুর উল্লেখ করেন। এরপর নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্রেও ‘কালীঘাটের কাকু’র কথা উঠে এসেছিল। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগেই ধৃত তাপস মণ্ডল সিবিআইয়ের কাছে দাবি করেছিলেন, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কুন্তল ঘোষ বলতেন, ‘‘কালীঘাটের কাকুর সঙ্গে কথা হয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই। ”

তারপরই খোঁজ মেলে সুজয়কৃষ্ণ ভদ্রের। এরপর তদন্তের স্বার্থে কাকুকে দু’বার তলব করেছিল সিবিআই। সেই সময় একবার নিজে হাজিরা দিয়ে পরের বার আইনজীবীকে দিয়ে কিছু নথি পাঠিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার ইডি তরফে ডাক পড়তেই সোজা গ্রেফতার। ইডি সূত্রে খবর, লাগাতার তদন্তে অসহযোগিতা করায় গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কাকুর গ্রেফতারে এই তদন্ত কোন মোড় নেয় সেটাই এবার দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর