মুখ ভর্তি দাড়ি, পরনে ঢিলাঢালা পোশাক, ছবিতে থাকা এই ব্যক্তিটিকে চিনতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক  : তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের উত্তেজনা মোটেই কম নয়। আগে তারা কেমন দেখতে ছিলেন তা জানতে সব সময় মুখিয়ে থাকেন অনুরাগীরা। আর সে কারণেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝেমধ্যেই বেশ কিছু তারকা তুলে ধরেন অতীত জীবনের ছবি কিংবা ভিডিও। সম্প্রতিও ঘটেছে এমনটাই।

কলেজের লম্বা করিডোর। আর সেখানেই বসে রয়েছেন বেশ কয়েকজন। একজন চেয়ারে বসে রয়েছেন মধ্যমণি হয়ে। চেয়ারে বসে থাকা এই মানুষটি কিন্তু যে কেউ নন। তিনি বর্তমানে বিরাজ করছেন টলিউড এবং বলিউডে। চিনতে পারলেন কি?

Nachiketa Chakraborty

মাথায় লম্বা চুল। সারা মুখ ভর্তি দাড়ি। পরনে ঢিলা-ঢালা টিশার্ট এবং প্যান্ট। আপনি কি চিনতে পারলেন? আচ্ছা একটু হিন্ট দি তাহলে। মধ্যমণি হয়ে যিনি বসে রয়েছেন তিনি বর্তমান প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ জীবনমুখী গায়ক। এবার কি চেনা গেল?

হ্যাঁ একেবারে ঠিকই ধরেছেন। ইনি হলেন নচিকেতা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ার পাতায় পুরনো ছবি পোস্ট করেছেন গায়ক। জিয়াগঞ্জ কলেজে একটি অনুষ্ঠান করতে গিয়ে তার সতীর্থ এবং স্ত্রীর সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি।জানা যাচ্ছে, এই ছবিটি যখন তোলা হয়েছিল তখন সংগীত সফরের ৩০ বছর পার করে ফেলেছেন নচিকেতা।

Nachiketa Chakraborty

প্রিয় সংগীতশিল্পীকে এভাবে দেখে অনেকেই আবেগে ভেসেছেন। কেউ লিখেন, ‘১৯৯৪ সাল থেকে ২০২৩ সাল এতোটুকু পরিবর্তন হয়নি আপনার মধ্যে। যেমনটা ছিলেন আগে এখনও তেমনটাই রয়ে গেছেন’। অন্য আরেকজন লিখলেন, ‘জীবনে কত স্মৃতি রয়ে যায়। আপনি যখন জিয়াগঞ্জ কলেজে এই অনুষ্ঠান করতে এসেছিলেন আমি তখন প্রথম বর্ষের ছাত্র। আমি আপনার অটোগ্রাফ নিয়েছিলাম’।

Nachiketa Chakraborty

ছবিতে থাকা অন্যান্যদের সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিয়েছেন খোদ সংগীতশিল্পী। নচিকেতার পেছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন মিঠু সোম (সাউন্ড), সামনের দিকে তিনি ঝুঁকে কিছু একটা নেওয়ার চেষ্টা করছেন তিনি ঋত্বিক মিত্র (গিটার), সামনে বসে রয়েছেন জয় সেনগুপ্ত (তবলা), এবং নচিকেতার সহধর্মিনী শ্রীমতি সুমিতা চক্রবর্তী।

additiya

সম্পর্কিত খবর