বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় বহুদিন জেলবন্দি ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল। বর্তমানে সঙ্গী হারা তার দলের অনুগামীরা। আর এরই মধ্যে তাজ্জব কাণ্ড। বোলপুরে (Bolpur) অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর (TMC Worker) মারে কোমর ভাঙল দলেরই প্রাক্তন বিধায়কের (TMC MLA)। জানা গিয়েছে দলেরই কর্মীর হাতে মার খেয়ে পা ও কোমরের জোড়ের হার ভেঙে গিয়েছে প্রাক্তন বিধায়ক নরেশ বাউড়ির।
কি ঘটেছিল? গতকালের ঘটনা! প্রাক্তন বিধায়কের সঙ্গে স্থানীয় এক তৃণমূলকর্মী ও ঠিকাদার মানস মণ্ডলের বচসা বাঁধে। দিনের পর দিন মানসবাবুর মাল বোঝাই ভারী ট্রাক পৌরসভার নালা পেরিয়ে যাওয়ার সময় নালাগুলি ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ভারী ট্রাক সরু রাস্তায় ঢোকাতে বাধা দেন প্রাক্তন বিধায়ক। আর তাতেই রেগে বোম ঠিকাদার।
এরপর রাগের বশেই মানস মণ্ডল ও তার দাদা তাপস মণ্ডল মিলে বিধায়ক নরেশবাবুর ওপর বেধড়ক প্রহার চালান। সেই সময় কোমরে চোট পান নরেশবাবু। এর পর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রেডিওগ্রাম করলে দেখা যায় প্রাক্তন বিধায়কের কোমরের হাড় ভেঙেছে।
অবস্থা জটিল হওয়ায় তৎক্ষণাৎ তাকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি হাসপাতালে ভর্তি তিনি। আজ তার অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর।
অন্যদিকে, অভিযুক্ত মানস মণ্ডল ও তাপস মণ্ডল এলাকায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে এখনও তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে। তবে অসুস্থ অবস্থাতেই প্রাক্তন বিধায়ক অবশ্য জানিয়েছেন, অস্ত্রোপচারটা আগে সফলভাবে হোক, তারপর তিনি ওই দুজনকে দেখে নেবেন।