‘আমি তোর পয়সায় খাইনা’! কেন সলমানকে এ কথা বলেছিলেন সরোজ?

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) দুনিয়ায় প্রথম মহিলা কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তার শিখড়ে পৌঁছে গিয়েছিলেন সরোজ খান (Saroj Khan)। ষাটের দশক থেকে শুরু করে প্রায় ৪০ টা বছর ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন তিনি। পরিচালনা করেছেন ৩০০০ গানের নৃত্য। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন নৃত্যজগতের সম্রাজ্ঞী।

তবে জানেন কি বলিউড ভাইজান সলমান খানের সঙ্গে সম্পর্ক মোটেই ভালো ছিল না জনপ্রিয় এই নৃত্যশিল্পীর। সমালোচকদের মতে, সরোজ খানের জনপ্রিয়তা মেনে নিতে পারতেন না সাল্লু ভাই। আর সে কারণেই এত সমস্যা।

Saroj Khan

শোনা যায়, সরোজের সঙ্গে কখনই কাজ করতে চাইতেন না সলমান। সুযোগ আসলেই মুখের ওপর না বলে দিতেন অভিনেতা। সাফ জানিয়ে দিতেন, ‘সরোজ কাজ করলে আমি করবো না’। এক সাক্ষাতকারে এই কথাই জানিয়েছিলেন নৃত্যশিল্পী। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে পুরনো সেই সাক্ষাৎকার। আর সে কারনেই নতুন করে চর্চা শুরু হয়েছে সলমান-সরোজের রসায়ন নিয়ে।

নৃত্যশিল্পীর কথায়, ‘সলমান খান সাফ জানিয়েছিলেন যতক্ষণ না তিনি সুপারস্টার হতে পারবেন ততক্ষণ আমার সাথে কাজ করবেন না’। আর সে কারণেই বহুদিন এক সঙ্গে কাজ করতে দেখা যায়নি জনপ্রিয় এই দুই তারকাকে। ঘটনার সূত্রপাত একটি ছবির গান নিয়ে। 

Saroj Khan

‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে জুটি বেঁধেছিলেন আমির খান এবং সলমান খান। এই ছবির একটি গানে নাচের জন্য পুরস্কৃত হয়েছিলেন আমির। আর সেই গানে সলমানের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল ঢোল। এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারেননি বলিউড ভাইজান। তাঁর রাগ গিয়ে পড়েছিল সরোজের উপর।

যদিও নৃত্যশিল্পীর দাবি, পরিচালক রাজকুমার সন্তোষী যেমনটা নির্দেশ দিয়েছিলেন আমি তেমনটাই করেছিলাম। যদিও সলমানের মুখের ওপর না বলা মেনে নিতে পারেনি সরোজ। পাল্টা তিনিও বলেন, ‘আমার খাবারের জোগাড় করেন আল্লাহ। তুই আমাকে খাওয়াস না। কাজ না করলেও আমার কিছু যায় আসে না’।

Saroj Khan

যদিও সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে গেছিল সলমানের রাগ। ২০১৯ সালে যখন কাজ পাচ্ছিলেন না সরোজ তখন অভিনেতাই তাকে ছবির প্রস্তাব দিয়েছিলেন। ভুলে গিয়েছিলেন সমস্ত তিক্ততা। এমনকি তাঁর মৃত্যুর পরেও নৃত্য শিল্পীর পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন সকলের প্রিয় ভাইজান।

additiya

সম্পর্কিত খবর