বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র সাতটা দিন। তারপরেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলতে অস্ট্রেলিয়ার মুখোমুখি (Australia vs India) হবে ভারতীয় দল (Team India)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন এই ভারত কি অতীতের হতাশা কাটিয়ে দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতকে একটি আইসিসি ট্রফি উপহার দিতে পারবে? সেই উত্তর অবশ্য আপাতত ভবিষ্যতের গর্ভে।
তবে ভারতীয় টেস্ট দল গত কয়েক বছর ধরে বিশ্বের শ্রেষ্ঠ দলে পরিণত হয়েছে তা প্রমাণ করে তাদের ধারাবাহিকতা। দেশের মাটিতে অপরাজিত থাকার পাশাপাশি বিদেশের মাটিতেও তাদের পারফরম্যান্স অত্যন্ত প্রশংসাজনক। মূলত বিরাট কোহলি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই এমনটা হওয়া শুরু হয়েছিল।
কিন্তু ভারতীয় টেস্ট দলের এই সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনিকে কেন্দ্র করে এমন একটি মন্তব্য করেছেন তারকা অফস্পিনার রবি অশ্বিন, যে ধোনির ভক্তরা তা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। অথচ সকলেই জানেন যে ভারতীয় দলে প্রথমবার অশ্বিন সুযোগ পেয়েছিলেন ধোনির অধিনায়ক থাকার সময়ই।
দুই মাস আগে বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের পর এই সাক্ষাৎকার দিয়েছিলেন অশ্বিন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ধারাবাহিকভাবে সফল হওয়ার এই যাত্রাটা খুব অসাধারণ ছিল। ভারতের এই অপ্রতিরোধ্য হয়ে ওঠার যাত্রাটা শুরু হয়েছিল ২০১৪-১৫ মরশুমে যখন মহেন্দ্র সিংহ ধোনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।”
পরিসংখ্যান ঘেঁটে দেখলে দেখা যাবে যে অশ্বিন খুব একটা ভুল দাবি করেননি। ধোনির অধিনায়ক হতে ভারতীয় দল অস্ট্রেলিয়া মাটিতে এবং ইংল্যান্ডের মাটিতে শোচনীয়ভাবে হারের মুখ দেখেছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেও ইংল্যান্ডের কাছে সিরিজ খুঁইয়েছিল। বিরাট কোহলি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সৌরভ গাঙ্গুলীর আমলের মতই বিদেশের মাটিতে ভারতীয় দল প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার সাহস ফিরে পেয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আরম্ভ হওয়ার পর থেকে ভারতই একমাত্র দল যারা দুটি ফাইনালেই অংশগ্রহণ করছে।