কোটি টাকার মালিক হয়েও কিপটে সারা! সইফ কন্যার অবস্থা দেখে অবাক নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক  : বর্তমান প্রজন্মের বলিউড (Bollywood) নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছেন জনপ্রিয়তা শীর্ষে। প্রায় কোটি টাকার সম্পত্তি রয়েছে সইফ অলি খানের (Saif Ali Khan) একমাত্র কন্যা সারা আলি খানের (Sara Ali Khan)। তা সত্বেও মাত্র কিছু টাকা খরচ করতে গিয়ে চিন্তা করতে হয় এই অভিনেত্রীকে।

অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবির হাত ধরে বলিউড দুনিয়ায় পা রেখেছেন সইফ আলি খান এবং তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা। এখনও পর্যন্ত তার কর্মজীবনে যে কয়েকটা ছবি করেছেন অভিনেত্রী সবকটাই সুপার ডুপার হিট। বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও ডেভিউ করে ফেলেছেন তিনি। দুহাতে করে করছেন উপার্জন।

Sara Ali Khan

তবে এত কিছুর পরেও টাকা খরচ করার কথা শুনলেই বেজায় চটে যান এই অভিনেত্রী। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয় নিয়েই মুখ খুললেন সারা। মাত্র কয়েকদিন আগেই বিদেশে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই এক সাক্ষাৎকারে নিজের কার্পণ্যতা সম্পর্কে সপাটে জবাব দিলেন তিনি।

আসলে বিদেশে যাওয়া মানেই দরকার পরে অন্তর্জাতিক রোমিংয়ের। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সেই রোমিংয়ের পেছনে টাকা খরচ করতে নারাজ অভিনেত্রী। প্রযোজকের তরফে একাধিকবার অনুরোধ করা হলেও কিছুতেই সেই কথা মারলেন না সারা।

Sara Ali Khan

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এখানে এসে ভিকি এবং আমার প্রযোজকদের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হতো। তবে রোমিং রিচার্জ করতে হবে শুনেই আমি পিছিয়ে যাই। অবশেষে আমার হেয়ারড্রেসার এর থেকে হটস্পট নিয়ে কাজ চালিয়ে নিয়েছি। যদিও প্রযোজক হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে অনুরোধ জানিয়েছিলেন মাত্র ৪০০ টাকা দিয়ে রোমিং রিচার্জ করে নেওয়ার জন্য। তবে আমি ফালতু ফালতু টাকা খরচ করতে নারাজ’।

Sara Ali Khan lol. I don’t know if she was genuine here or faking, cause she’s rich but this was relatable (not the hotspot from hairdresser part though)
by u/lastgreatdynasty24 in BollyBlindsNGossip

যদিও এই প্রথমবার নয় এর আগেও বহুবার এ কথা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। অযথা টাকা খরচা করা মোটেই পছন্দ নয় সারার। সম্প্রতি ভাইরাল হওয়া তার ভিডিও দেখে একদিকে যেমন হেসে লুটোপাটি খাচ্ছেন নেটিজেনরা ঠিক তেমনি প্রিয় অভিনেত্রীর এহেন আচরণের প্রশংসা করেছেন তার অনুরাগীরা। তাঁর এই তথাকথিত মধ্যবিত্ত স্বভাবের কথা জানতে পেরেই খুশি সকলেই।

additiya

সম্পর্কিত খবর