বাংলাহান্ট ডেস্ক : বর্তমান প্রতিযোগিতার যুগে চাকরি পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার। ভারতবর্ষের বিপুল সংখ্যক জনসংখ্যার সঠিক চাকরির ব্যবস্থা করা সরকারের অন্যতম মাথা ব্যথার কারণ। সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই বর্তমানে প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের চাকরি পাওয়ার জন্য যেমন যোগ্যতার দরকার হয়, তেমনই দরকার হয় মেধার।
এই মেধা কিন্তু শুধুমাত্র বইয়ের দুই মলাটের মধ্যে আবদ্ধ নয়। আমাদের চারপাশের বাস্তবিক অনেক কিছুই আমাদেরকে জ্ঞান দেয়। সেই জ্ঞান থেকে প্রাপ্ত মেধা আমাদের উপস্থিত বুদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ইন্টারভিউ রাউন্ডে তাই এরকম অনেক প্রশ্নর সম্মুখীন আমাদের হতে হয়।
আমাদের জানা থাকলেও উপস্থিত বুদ্ধির অভাবে আমরা বলতে পারি না। বর্তমানে সোশ্যাল মাধ্যমে এই ধরনের বেশ কিছু প্রশ্ন ও উত্তর ভাইরাল হচ্ছে। আমরাও মাঝেমধ্যে আমাদের প্রতিবেদনে এই ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আসছি চাকরি প্রার্থীদের সুবিধার জন্য। আজও তেমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে।
1. প্রশ্নঃ সেই কাজটি কী যা মানুষ মৃত্যুর পরেও করতে পারে?
উত্তরঃ অঙ্গদান।
2. প্রশ্ন: এমন কী কাজ আছে, যা অবিবাহিত মহিলারা করলে সমাজে ছিঃ ছিঃ পড়ে যায়!
উত্তর: সিঁথিতে সিঁদুর দিলে।
3. প্রশ্নঃ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না?
উত্তর: চোখ
4. প্রশ্নঃ কেন আমরা জল পান করি?
উত্তর: কারণ আমরা জল খেতে পারি না।
5. প্রশ্ন: যে জিনিসটি মাসে একবার আসে এবং 24 ঘন্টা পূর্ণ হলে চলে যায় তাকে কী বলে?
উত্তরঃ তারিখ।
6. প্রশ্ন: বিশ্বে সবথেকে বেশি পোস্ট অফিস কোন দেশে আছে?
উত্তর:- ভারত।
7. প্রশ্ন: এমন কী জিনিস আছে, যেটা জল পান করলেই মরে যায়!
উত্তরঃ পিপাসা বা তৃষ্ণা।
8. প্রশ্নঃ সিগারেটকে বাংলায় কী বলে??
উত্তর: ধূমপান দণ্ড।
9. প্রশ্নঃ আপনি যদি দৌড়তে থাকেন এবং দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তিকে পিছনে ফেলে দেন, তাহলে আপনি কোন স্থানে থাকবেন?
উত্তরঃ দ্বিতীয় স্থানে।
10. প্রশ্নঃ মহিলারা তাঁর স্বামীকে কোন জিনিসটা দিতে পারে না?
উত্তরঃ নিজের পদবী