ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘পুষ্পা ২’ টিম! কেমন আছেন আল্লু অর্জুন?

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ‘পুষ্পা: দ্যা রুল’ (Pushpa 2: The Rule) ছবির টিম। বুধবার ঘটে এই দুর্ঘটনা। জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ থেকে হায়দ্রাবাদে ফিরছিল ছবির গোটা টিম। তেলেঙ্গানা নালগোন্ডায় ঘটে দুর্ঘটনা। সূত্রের খবর, ওই বাসে ছিলেন না দক্ষিণী সুপারস্টার তথা ছবির নায়ক আল্লু অর্জুন (Allu Arjun)।

জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় চলছিল এই ছবির শ্যুটিং। সেখান থেকে ফেরার পথে হায়দ্রাবাদ-বিজয়াওয়াড়া হাইওয়ের নরকেটপল্লীর কাছে একটি বাসকে ধাক্কা মারে ‘পুষ্পা’ টিমের বাস। ঘটনায় আহত দু’জন শিল্পী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

Pushpa 2

ঘটনায় দুমড়ে মুচড়ে যায় শিল্পীদের গাড়ি। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, দুর্ঘটনায় কেউ গুরুতর জখম না হলেও আহত হয়েছেন দুই শিল্পী। সূত্রের খবর, টিমের সঙ্গে ওই বাসে ছিলেন না ছবির নায়ক।

উল্লেখ্য অতিমারির আবহে বক্স অফিসে মুক্তি  পেয়েছিল  ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিটি। ব্যবসায়িক দিক থেকে ব্যাপক সাফল্য পায় এই ছবি। গোটা বিশ্বজুড়ে আয় হয়েছিল ৩৫০ কোটি টাকারও বেশি। আর এরপর থেকেই ছবির দ্বিতীয় পার্ট ‘পুষ্পা: দ্যা রুল’ মুক্তির অপেক্ষায় রয়েছেন সকলেই।

Pushpa 2

২০২২ সালের শেষের দিকে শুরু হয়ে গেছে ‘পুষ্পা: দ্যা রুল’ ছবির শ্যুটিং। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। অভিনেতার জন্মদিনের দিনে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয় নির্মাতাদের তরফে। প্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে দেখে রীতিমত চমকে গিয়েছিলেন সকলেই।

Pushpa 2

কবে ছবি মুক্তি পাবে সেই অপেক্ষায় দিন গুণতে শুরু করেন সিনে প্রেমেরা। যদিও এখনও পর্যন্ত ছবি মুক্তি নিয়ে কোনো রকম বিবৃতি জানানো হয়নি নির্মাতাদের তরফে। তবে সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০১৪ সালের গ্রীষ্মকালে বড় পর্দায় মুক্তি পেতে পারে ‘পুষ্পা: দ্যা রুল’ ছবিটি।

additiya

সম্পর্কিত খবর