টলি তারকাদের সারমেয় প্রেমের গল্প! জানেন কোন তারকার কোন পোষ্য রয়েছে?

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে কম বেশি সকলের বাড়িতে রয়েছে সারমেয়। বাড়িতে পোষ্য রাখতে ভালবাসেন অনেকেই। কেউবা রাখেন কুকুর (Dog) তো কেউ আবার বিড়াল (Cat)। সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের (Tollywood) তারকারাদেরও রয়েছে পোষ্য। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় তাদের দেখা।

সারাদিন হাড়খাটুনি পরিশ্রম করার পর বাড়িতে এসেই পোষ্যদের দেখলে মন ভালো হয়ে যায় সকলেরই। তাদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। সারমেয়দের শরীরে থাকা নরম লোম আমাদের স্ট্রেস দূর করতে সাহায্য করে। আর সে কারণেই অনেকেই বাড়িতে ভালোবেসে পোষেন কুকুর কিংবা বিড়াল। এই তালিকায় টলিউডের কোন কোন তারকা রয়েছেন চলুন জেনেনি।

Dev

দেব : সুপারস্টার দেবের রয়েছে একটি পোষ্য। ভালোবেসে নিজের প্রিয় পোস্টের নাম তিনি রেখেছেন লাকি। দেবের পোষা কুকুরও কিন্তু রীতিমতো সুপারস্টার। বহু অ্যাওয়ার্ড জিতে সে নিয়ে এসেছে বাড়িতে।

Ankush Hazra

অঙ্কুশ : অঙ্কুশ হাজরার কাছে রয়েছে দুটি পোষ্য। দুই পোষ্যকেই মন প্রাণ দিয়ে ভালবাসেন অভিনেতা। তাদের নাম লিও এবং বাবলা। মাঝেমধ্যেই দুই পোষ্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন অভিনেতা।

Mimi Chakraborty

মিমি চক্রবর্তী : মিমির পোষ্য প্রেম সম্পর্কে প্রায় সকলেই জানেন। প্রায় দেড় বছর আগে প্রিয় পোষ্য চিকুকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর কাছে রয়েছে দুটি কুকুর। নিজের জীবনের থেকেও বেশি ভালবাসেন তাদের। কাজের ফাঁকে একটু সময় পেলেই তাদের সঙ্গে কাটান সাংসদ তথা অভিনেত্রী মিমি।

Srabanti

শ্রাবন্তী চট্টোপাধ্যায় : বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়- এর রয়েছে তিনটি পোষ্য। কাজ শেষে যখনই তিনি বাড়িতে ফেরেন তখনই আনন্দে আত্মহারা হয়ে ওঠে তার দুই পোষ্য। এমন ভিডিও বহুবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী।

Sayantika Banerjee

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : অভিনেত্রী সায়ন্তিকা যে পশুপ্রেমী সেকথা জানেন তার সকল ভক্ত। তার রয়েছে বিশাল আকারের একটি কালো রঙের কুকুর। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া তার সঙ্গে নানান ছবি পোস্ট করেন অভিনেত্রী।

Yash Dasgupta

যশ দাশগুপ্ত : যশের ব্রুটোস এবং হ্যাপি নামে দুটি পোষ্য কুকুর রয়েছে। সময় পেলেই তাদের নিয়ে ঘুরতে বেরিয়ে যান অভিনেতা। কাটান দুষ্টু মিষ্টি সময়।

additiya

সম্পর্কিত খবর