‘মানা হয়নি ডাক্তারের নির্দেশ, পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয় আহতদের’, বালাসোরে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা কয়েক’শ। আহতর সংখ্যায় ১০০০ ছাপিয়ে গেছে। গত কাল পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পর এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে পৌঁছে যান বালেশ্বর মেডিক্যাল কলেজে (Balasore Medical College)।

তিনি কথা বললেন অর্থোপেডিক বিভাগে ভর্তি আহতদের সঙ্গে। যাঁদের অপারেশন হয়েছে, তাঁদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। তবে এসবের মধ্যে তাঁর মূল অভিযোগ, ‘মেডিক্যাল অফিসারের অনুমতি ছাড়া ৯ জন রোগীকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।’ কিন্তু বাংলায় ভাল চিকিৎসা পরিষেবা অমিল, দাবি শুভেন্দুর। এবার তাই মুখ্যসচিবের কাছে বিরোধী দলনেতার আবেদন, এমন যেন আর না হয়।

এদিন জখমদের পাশাপাশি তাঁদের পরিজনের সঙ্গেও কথা বলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। জখম যাত্রীদের কার কী অবস্থা, উন্নত পরিষেবার জন্য অন্যত্র স্থানান্তরের প্রয়োজন রয়েছে কিনা, সেই সব নিয়েও কথা বলেন শুভেন্দু। জখমদের মধ্যে যাঁরা বাড়ি যাওয়ার মতো অবস্থায় রয়েছেন, তাঁদের জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা যায় কিনা, সে সব নিয়েও আলোচনা করেন বিরোধী দলনেতা।

suvendu 2 1

আজ রবিবার স্থানীয় বিজেপি বিধায়কদের নিয়ে বালেশ্বর মেডিক্যাল কলেজে আসেন তিনি। আহতদের ব্যাপারে বিশদ খোঁজখবর নেওয়ার পাশাপাশি যাঁরা একদম একা পড়ে গিয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। উন্নত চিকিৎসা পরিষেবার জন্য আহতদের অন্যত্র নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে কিনা, সে বিষয়েও আলোচনা করেন।

অর্থোপেডিক বিভাগ থেকে সদ্য সার্জারি হওয়া রোগীদেরও খোঁজখবর নেন। তবে সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য় পরিষেবার হাল শিকেয়। তার পরও মেডিক্যাল অফিসারের অনুমতি না নিয়েই বেশ কয়েক জনকে রাজ্যে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।

বিরোধী দলনেতার দাবি, ‘বাংলায় শিকেয় স্বাস্থ্য পরিষেবা, সেজন্যই তো ভাইপো বিদেশে চিকিৎসা করাতে যান।’ একই সঙ্গে ‘অ্যান্টি-কলিশন ডিভাইস’ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তাঁর প্রতিক্রিয়া, ‘তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না?’ এই বিষয়ে তদন্তের আর্জিও করেন তিনি।

Sudipto

সম্পর্কিত খবর