ফের রেল দুর্ঘটনা ওড়িশায়! লাইনচ্যুত ৫টি কামরা, কী ভাবে হল এই ভয়ংকর কাণ্ড?

বাংলা হান্ট ডেস্ক : গত সপ্তাহের শুক্রবারই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। ওড়িশার (Odisha) বালাসোরের বাহানগা বাজার স্টেশনে সেই দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০০ যাত্রীর মৃত্যু হয়েছিল তাতে। সেই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। সবে মাত্র আজ সকালে এই রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। আর এরই মধ্যে ফের একবার ওড়িশায় লাইনচ্যুত হল ট্রেন। লাইনচ্যুত হয়ে যায় ৫টি কামরা।

রেলমন্ত্রক সূত্রে খবর, আজ একটি মালগাড়ি লাইনচ্যুত হয় বারগড় জেলায়। তবে এই দুর্ঘটনা ভারতীয় রেলের ট্র্যাকে হয়নি বলে জানা গিয়েছে। এই মালগাড়িটি এসিসি সিমেন্টের প্রাইভেট লাইনে ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা যাচ্ছে, দূনগুড়ি থেকে বারগড়ে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি বগি। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। এদিকে ট্রেনের চালকও অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে বালাসোরের বাহানগা স্টেশন দিয়ে আজ ফের প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হয়েছে। হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসও এই ট্র্যাকের ওপর দিয়ে যায় আজ।

coromandel

সকাল থেকে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হয়েছে বালেশ্বরে। ধীর গতিতে চলছে ট্রেন। তার মাঝেই ফের ট্রেন দুর্ঘটনার খবর। মালগাড়ি উল্টে গিয়ে ট্রেন চলাচল ব্যহত হয়েছে ওড়িশার বর্গ স্টেশনে। লাইম স্টোন বোঝাই মালগাড়ির পাঁচটি গাড়ি উল্টে গিয়েছে। রেললাইনের উপরে এবং চারপাশে ছড়িয়ে পড়েছে লাইমস্টোন। তার জেরে সেই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

এদিকে ওড়িশার বালাসোর স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে একটু সময় লাগবে বলে জানিয়েছে রেল। যদিও আজ সেই রুটেই বন্দে ভারত এক্সপ্রেস চলেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চালানো হয়েছে এই ট্রেন। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার দুঃস্বপ্ন এখনও কাটিয়ে উঠতে পারেনি কেউ। এখনও সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাত্রীদের ব্যাগ পত্র। ছড়িয়ে রয়েছে তাঁদের জুতো-চটি জামাকাপড়।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ১২৮৪১ আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে সেই ট্রেনের বি২, বি৩, বি৪, বি৫, বি৬, বি৭, বি৮, বি৯, এ১ এবং এ২ কোচ উলটে যায়। এছাড়া ট্রেনের ইঞ্জিন এবং বি১ কোচটি লাইন থেকে ছিটকে যায়। এই দুর্ঘটনার জেরে যশবন্তপুর হামসফর এক্সপ্রেসেরও বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।

Sudipto

সম্পর্কিত খবর