রোহিতই তৈরি করেছেন ভারতকে ধ্বংসের অস্ত্র! ফাইনালের আগে হুমকি উড়ে এলো অজি শিবির থেকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র ১ টা দিন, তারপরেই ইংল্যান্ডের ওভালে আয়োজিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত (India vs Australia)। এটি হবে ভারতের এই টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনাল। গতবার বিরাট কোহলির নেতৃত্বাধীন দল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে ফাইনালে হেরেছিল। এবার রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এই টুর্নামেন্টে মাঠে নামার আগেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Camroon Green) ভারতকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়লেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি কিছুদিন আগে আইপিএল খেলেছিলেন এবং সেখানে রোহিত শর্মা ছিল তার অধিনায়ক। রোহিত, গ্রিনের ভূমিকাটা দলে খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছিলেন। বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি ওভার বার করা এবং ব্যাট হাতে টপ অর্ডারে ব্যাটিং। গ্রিনের পারফরম্যান্সে ভর করে খারাপ শুরু করেও আইপিএলের প্লে অফে পৌঁছেছিল মুম্বাই।

green ton

আর একদিন পরে রোহিত শর্মাই হবে সবচেয়ে বড় প্রতিপক্ষ। জস হ্যাজেলউডের অনুপস্থিতিতে গ্রিনের ওপর বোলিংয়েরও বাড়তি দায়িত্ব থাকবে। ইংল্যান্ডের পরিবেশে বল হাতে তফাৎ গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই অজি অলরাউন্ডার। কিন্তু ব্যাটিং যে তার মূল শক্তি এটা তিনি নিজেও জানেন।

আর এই শক্তি প্রদর্শনের জন্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে হুংকার শুনিয়ে রাখলেন তিনি। ফরম্যাট পাল্টে গিয়েছে বলে ভারতীয়রা যেন না ভেবে নেয় যে তার ব্যাটিংয়ের আগ্রাসন কমে যাবে। ফাইনালে নামার আগে ভারতীয় দলের উদ্দেশ্যে এই হুঙ্কারটাই ছেড়েছেন তিনি।

এই মুহূর্তে ইংল্যান্ড যেভাবে ক্রিকেট খেলছে সেই বিষয়টি তার অত্যন্ত পছন্দ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের দেখেই অনুপ্রাণিত হয়ে তিনি মনে করছেন টেস্ট ফরম্যাটেও নিজের ব্যাটিংয়ের ফর্মুলা বদলের কোনও প্রয়োজন নেই। সেক্ষেত্রে শামি বা সিরাজদের যে কিছুটা চাপে পড়তে হবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর