মোদি সরকারের দাপট! চাপে পড়ে ৯ ভারতীয় নাবিককে ফিরিয়ে দিল লিবিয়ার বিদ্রোহীরা

বাংলা হান্ট ডেস্ক : একটি বাণিজ্যিক জাহাজের (Marchent Navy) ৯ জন নাবিককে গত কয়েক মাস ধরে আটকে রেখেছিল লিবিয়ার (Libya)বিদ্রোহীদের (Libian Mutant) একটি দল। গতকাল একটি সূত্র জানিয়েছে, বুধবার মুক্তি পেয়েছেন তাঁরা। ইতিমধ্যেই তাঁরা লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে (Tripoli) পৌঁছেছেন। তাঁরা টিউনিসিয়ার (Tunisia) দূতাবাসে যোগাযোগ করেন। নাবিকেরা জানান, মাল্টা (Malta) থেকে ত্রিপোলি যাওয়ার পথে তাঁদের জাহাজ এমটি মায়া ১ লিবিয়ার উপকূলের সামনে খারাপ হয়ে গিয়েছিল। সেই সময়েই বিদ্রোহীদের একটি দল তাঁদের আটক করে।

দীর্ঘ তিন মাস পরে লিবিয়ার (Libya) বিদ্রোহীদের কবল থেকে মুক্তি পেলেন ৯ ভারতীয় নাবিক। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে লিবিয়ার উপকূলে তাঁদের জাহাজ খারাপ হয়ে গিয়েছিল। সেই সময়েই স্থানীয় বিদ্রোহীরা আটক করে ভারতীয় নাবিকদের (Indian Sailors)। আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিশেষ মিশনের ব্যবস্থা করে বিদেশ মন্ত্রক। সেই মিশনের উদ্যোগেই উদ্ধার করা গিয়েছে ৯ ভারতীয় নাবিককে।

জানা গিয়েছে, গ্রিক (Greece) বাণিজ্যিক জাহাজে কর্মরত ছিলেন ওই ৯ নাবিক। মালটা থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে ত্রিপোলির দিকে যাচ্ছিল জাহাজটি। সেই সময়েই লিবিয়ার উপকূলে জাহাজটি খারাপ হয়ে যায়। জাহাজের সমস্ত কর্মীদের আটক করে স্থানীয় বিদ্রোহীরা। গত ১৫ ফেব্রুয়ারি থেকেই লিবিয়াতে আটকে ছিলেন ৯ নাবিক। তাঁদের মধ্যে ৫ জন উত্তরপ্রদেশের বাসিন্দা। বাকিদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ, রাজস্থান, হিমাচল প্রদেশ ও গুজরাটের বাসিন্দারা।

modi 2

ভারতীয় নাবিকদের আটকে পড়ার খবর পেয়েই তৎপর হয় বিদেশমন্ত্রক। লিবিয়ার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের উদ্ধার করার প্রক্রিয়া চালু হয়। ভারতীয় মিশনের উদ্যোগেই নিয়মিত খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হত নাবিকদের কাছে। স্থানীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে নাবিকদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। অবশেষে তিনমাস পরে বিদ্রোহীদের কবল থেকে রক্ষা পান ভারতীয় নাবিকরা।

ইতিমধ্যেই টিউনিসিয়ার ভারতীয় দূতাবাসের তরফে লিবিয়ার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ওই ৯ জনকে নিরাপদে দেশে ফেরানোর বন্দোবস্তে সক্রিয় হয়েছে। তৎপর হয় বিদেশ মন্ত্রকও। ৯ জন নাবিককে ত্রিপোলির একটি হোটেলে রাখা হয়েছে। টিউনিশিয়ার ভারতীয় রাষ্ট্রদূতের তত্ত্বাবধানে রয়েছেন তাঁরা।

নাবিকদের ভিসা ও অন্যান্য কাগজপত্রের কাজ শেষ হলে তবেই দেশে ফিরতে পারবেন তাঁরা। যতক্ষণ সেই দেশ থেকে ওই নাবিকদের জন্য ভিসার ব্যবস্থা করা না হচ্ছে, তত দিন পর্যন্ত ওই হোটেলেই থাকবেন নাবিকেরা। ৯ জন নাবিকের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের ৫ জন। এ ছাড়া রাজস্থান, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ এবং গুজরাতের এক জন করে রয়েছেন।

Sudipto

সম্পর্কিত খবর