ভারতীয় দলে কোহলির অবস্থান সঙ্কটে! দ্রাবিড়ের বদলে পরবর্তী কোচ হবেন সৌরভ?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই বছর ভারতীয় দলের (Team India) অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জন্য সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে তার থেকেও বেশি আগামীর এই চ‍্যালেঞ্জগুলি ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে অনেক বেশি বড়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) ছাড়াও এই বছর ভারতীয় দলের সবচেয়ে বড় টার্গেট হল নিজের দেশে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023) জয় করা। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্য এটাই হবে সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2022) ভারতের পারফরম্যান্স ছিল অত্যন্ত সাদামাটা। দেশের মাটিতেও তেমনটা হলে বিসিসিআইয়ের (BCCI) শীর্ষকর্তারা সেটা বরদাস্ত করবেন না তেমনটাই স্বাভাবিক।

এই বছর ভারতীয় দলকে ওয়ান ডে বিশ্বকাপে সঠিকভাবে পরিচালনা করা নিয়ে চাপে থাকবেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল সীমিত ওভারের ক্রিকেটে এখনও বলার মতো কিছু করে দেখাতে পারেননি। এখন যদি ভারতীয় দল ওডিআই বিশ্বকাপে ও ব্যর্থ হয় তাহলে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সময় শেষ হয়ে যেতে পারে ভারতীয় দলে। সেক্ষেত্রে তার পরিবর্ত কে হতে পারে সেই নিয়ে জল্পনা চলছে।

Rohit Dravid

আশ্চর্যজনকভাবে অনেকে সেই পদের জন্য সৌরভ গাঙ্গুলীর নাম বিবেচনা করে দেখতে বলছেন। সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তাকে এখনও ভারতের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। রাহুল দ্রাবিড়ের পরে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য গাঙ্গুলিই সেরা বিকল্প, এমনটা অনেকেই মনে করছেন।

বাস্তবে তেমনটা হওয়ার সম্ভাবনা কতটুকু নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু সৌরভ এই দায়িত্বে এলে যে বেশ কিছু পরিবর্তন আসবে তাতে কোনও সন্দেহ নেই। সৌরভ নিজের সময়ে তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রাখার সাহস দেখিয়েছিলেন। তিনি কোচ হয়ে এলে অফ ফর্মে থাকা সিনিয়রদের বদলে জুনিয়ররা বেশি গুরুত্ব পেতে পারেন।

সেক্ষেত্রে কোনও একটি ফরম্যাটে খারাপ পারফরম্যান্স করলে রোহিত শর্মা, বিরাট কোহলিরা অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করবেন। যে কাজটা দীর্ঘদিন অফ ফর্মে থাকার পরেও তাদের বিরুদ্ধে কেউ করে দেখানো সাহস দেখান নেই সেই সাহসটা সৌরভ গঙ্গোপাধ্যায় দেখাতে পারেন তাদেরকে দল থেকে ছেঁটে ফেলে। তবে সৌরভের কোচ হয় আসার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তাই এই নিয়ে অতিরিক্ত জল্পনা করার কোনও মানে হয় না।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর