মহাকাশেও ভারতের দাদাগিরি! ৯ বছরে ৩৮৯টি উপগ্রহ পাঠিয়ে ইতিহাস গড়ল ISRO

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বিভিন্ন ক্ষেত্রে একের পর এক নজিরবিহীন সাফল্য অর্জন করছে আমাদের দেশ (India)। সেই রেশ বজায় রেখেই এবার এক চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে বিগত ৯ বছরে এখনও পর্যন্ত ৪২৪ টি স্যাটেলাইটের মধ্যে ৩৮৯ টি বিদেশি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে ISRO (Indian Space Research Organisation)।

সম্প্রতি কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ডিডি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন। পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন, এক্ষেত্রে মোট ১৭৪ মিলিয়ন ডলারের মধ্যে, ১৫৭ মিলিয়ন ডলার এসেছে গত নয় বছরে। এছাড়াও, এখনও পর্যন্ত ২৫৬ মিলিয়ন ইউরোর মধ্যে ২২৩ মিলিয়ন ইউরো লাভ হয়েছে মোদী সরকারের এই নয় বছরেই।

মন্ত্রী বলেন যে, ভারতের মহাকাশ ক্ষেত্রটি দ্রুত বিশ্বে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে। যে দেশগুলি ভারতের অনেক আগে তাদের মহাকাশ কর্মসূচি শুরু করেছিল তারাও আজ ক্রমবর্ধমানভাবে তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ভারতের পরিষেবা এবং সুবিধাগুলি খুঁজছে বলেও জানান তিনি।

ডাঃ জিতেন্দ্র সিং বলেন, রকেট উৎক্ষেপণের মূল লক্ষ্য ছাড়াও, বর্তমানে ভারতের স্পেস অ্যাপ্লিকেশনগুলি ১৩০ টি স্টার্ট-আপের মাধ্যমে আয়ের সুযোগের একটি প্রধান উৎস হয়ে উঠেছে। এছাড়াও, অ্যাকাডেমিক ক্ষেত্রে ত্রিবান্দ্রম, জম্মু এবং আগরতলার কারিগরি প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ প্লেসমেন্টের সুযোগ রয়েছে এবং তাঁদের মধ্যে প্রায় ৫০ শতাংশ উচ্চ শিক্ষার জন্য নাসাতে পৌঁছে যাচ্ছেন।

সম্প্রতি ISRO শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C37-এ রেকর্ড তৈরি করে ১০৪ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। যার মধ্যে ১০১ টি স্যাটেলাইট হল আন্তর্জাতিক গ্রাহকদের জন্য। মন্ত্রী জানান, এটি বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতিকে প্রতিফলিত করে। এর পাশাপাশি, দেশীয় মানববাহী মহাকাশ মিশন গগনযান মহাকাশে যাওয়ার জন্য প্রায় প্রস্তুত। এটি সফল হলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ যারা মহাকাশে মানুষ পাঠাবে।

image001T8HK

রেল, মহাসড়ক, কৃষি, জলের ম্যাপিং, স্মার্ট সিটি, টেলিমেডিসিন এবং রোবোটিক সার্জারির মতো বিভিন্ন সেক্টরে মহাকাশ প্রযুক্তির প্রয়োগের কথা উল্লেখ করে, ডাঃ জিতেন্দ্র সিং জানান যে, মহাকাশ প্রযুক্তি এখন ভারতের প্রায় প্রতিটি ঘরে পৌঁছেছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এহেন সাফল্য নিঃসন্দেহে “ঐতিহাসিক”।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর