বাংলা হান্ট ডেস্কঃ বুধবার বিকেলে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের আদালতে গ্যাংস্টার সঞ্জীব মহেশ্বরী জিভাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। গুলিবর্ষণের সময় একটি শিশুও গুলিবিদ্ধ হয়। খুনি একজন আইনজীবীর পোশাকে ছিল বলে জানা গিয়েছে। আততায়ীর পরিচয়ও সামনে এসেছে। তার নাম বিজয় যাদব। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। হামলায় একজন কনস্টেবল লাল মোহাম্মদও আহত হয়েছেন। হামলায় আহত দেড় বছরের কিশোরীকে বলরামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। যেখানে তার চিকিৎসা চলছে।
হামলাকারীরা আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরের বাইরে এ অপরাধ ঘটিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। গ্যাংস্টার সঞ্জীব পূর্বাচলের বিজেপি বিধায়ক ব্রহ্মদত্ত দ্বিবেদীর খুনের অভিযুক্ত ছিল। ঘটনার তদন্তে SIT গঠন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
লখনউ আদালতে খুনের বিষয়ে সমাজবাদী পার্তির সভাপতি অখিলেশ যাদব বলেছেন যে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। রাজ্যে নিয়মিত ডিজিপিও নেই। ভারপ্রাপ্ত ডিজিপি দিয়েই কাজ চালানো হচ্ছে। তৃতীয়বারের মতো ভারপ্রাপ্ত ডিজিপি করা হলো। তিনি বলেন, দিল্লি ও লখনউয়ের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত। মহিলারা অসুরক্ষিত। প্রতিটি জেলায় নারীদের বিরুদ্ধে ঘটনা ঘটছে।
তিনি বলেন, নয়ডায় এক মহিলা আইনজীবীকে খুন করা হয়েছে। কনৌজের সাংসদরা ফাঁড়িতে ঢুকে পুলিশকে মারধর করছেন। আদালতে খুনের ঘটনা ঘটছে। কে মারা গেল সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তাদের কোথায় হত্যা করা হচ্ছে। আদালতে হত্যা আইন-শৃঙ্খলার অবনতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিজেপির লোকেরা মন্দিরে মাংস রেখেছিল। যে কারণে দাঙ্গা হয়েছিল।