এই দিন হতে পারে পঞ্চায়েত ভোট, দায়িত্ব পেয়েই বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশনার

বাংলা হান্ট ডেস্ক : ১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) সম্ভাবনা। ৮ জুলাই পঞ্চায়েত ভোট করা যায় কিনা, আলোচনা শুরু, বলছে সূত্র । রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে গতকালই দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা (Rajib Sinha)।

একাধিক নয়, এক দফাতেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট, আরও খবর সূত্রে।  খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন, শোনা যাচ্ছে আরও।

একদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনার পদে বসেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। এই পদে আসার আগে অনেক টানাপোড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার বিষয়ে জানতে চেয়ে নবান্নকে নোট পাঠিয়েছিলেন। তার জবাব দিয়েছেন নবান্নের কর্তারা। তারপরও সময় কেটে যাচ্ছিল। অবশেষে রাজ্যপাল এই ফাইলে সই করতেই জট কাটে। আর আজ রাজ্য নির্বাচন কমিশনের পদে বসেন।

election

এখন রাজীব সিনহা এই পদে আসতেই একটা প্রশ্ন রাজ্যজুড়ে ঘুরপাক খাচ্ছে। আর সেটা হল, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে?‌ এই প্রশ্নে তিনিও খানিকটা চাপে পড়ে গিয়েছেন। তবে একটা জবাব তিনি দিয়েছেন। রাজীব সিনহা বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের একক ডিসিশনে হয় না। সেটা রাজ্য সরকার জানাবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবে করানো।’‌ অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে এখনও আলোচনা হয়নি। এই বিষয়ে বৈঠক হলেই তারিখ চূড়ান্ত হবে।

এদিকে রাজীব সিনহা আজ দায়িত্ব পেয়েই সব বুঝে নিচ্ছেন আধিকারিকদের কাছ থেকে। নবান্নের পক্ষ থেকে এখনও তাঁকে পঞ্চাযেত নির্বাচনের দিনক্ষণ জানানো হয়নি। তাই এই নির্বাচন কবে হবে?‌ জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘‌সরকার সব জানে।’

রাজ্যে পঞ্চায়েত ভোট রাজ্য নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে এবং মতামত জেনে কমিশন একটি তারিখ ঘোষণা করে। তাই পঞ্চায়েত ভোট কবে হবে সেটা সরকারই বলতে পারবে। আমাদের কাজ হল নিয়ম মেনে নির্বাচন করা।’‌


Sudipto

সম্পর্কিত খবর