বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অবাক করা পরিসংখ্যান সামনে এসেছে। সম্প্রতি বিশ্বের সবথেকে দামী শহরের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই জানা গিয়েছে যে, ভারতে (India) প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর হল মুম্বাই (Mumbai)। আর তার ঠিক পরেই রয়েছে নয়াদিল্লি ও চেন্নাই।
সম্প্রতি মার্সারের “কস্ট অফ লিভিং সার্ভে-২০২৩” অনুসারে জানা গিয়েছে সমগ্ৰ বিশ্বব্যাপী পাঁচটি মহাদেশের ২২৭ টি শহরের মধ্যে মুম্বাই রয়েছে ১৪৭ তম স্থানে। মূলত, ভারতে প্রবাসীদের জন্য মুম্বাই সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে বিবেচিত হয়েছে। অপরদিকে এই তালিকায় সবার শীর্ষে রয়েছে হংকং। এদিকে এই র্যাঙ্কিংয়ে দিল্লি ১৬৯ তম, চেন্নাই ১৮৪ তম, বেঙ্গালুরু ১৮৯ তম, হায়দ্রাবাদ ২০২ তম, কলকাতা ২১১ তম এবং পুণে ২১৩ তম স্থানে রয়েছে বলেও জানা গিয়েছে।
সামনে এসেছে পরিসংখ্যান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মার্সারের এই সার্ভেতে প্রতিটি স্থানে ২০০ টিরও বেশি পণ্য ও পরিষেবার দামের তুলনা করা হয়েছে। যার মধ্যে রয়েছে আবাসন, পরিবহণ, খাদ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রী এবং বিনোদন।
রিপোর্টে বলা হয়েছে, হংকং, সিঙ্গাপুর এবং জুরিখ চলতি বছরে আন্তর্জাতিক কর্মীদের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে বিবেচিত হচ্ছে। র্যাঙ্কিংয়ে সবচেয়ে কম ব্যয়বহুল শহরের মধ্যে রয়েছে হাভানা। গত বছরের মাঝামাঝি সময়ে মুদ্রার দর কমে যাওয়ার কারণে হাভানা এই তালিকায় ৮৩ ধাপ নিচে নেমে গেছে। এছাড়া অন্যান্য সস্তা শহরের মধ্যে পাকিস্তানের দু’টি শহর রয়েছে। সেগুলি হল করাচি এবং ইসলামাবাদ।
এই রিপোর্টে ভারতের স্থান কেমন: সংশ্লিষ্ট রিপোর্টে বলা হয়েছে, ভারতে সার্ভে করা শহরগুলির মধ্যে চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা এবং পুণেতে বসবাসের খরচ মুম্বাইয়ের তুলনায় ৫০ শতাংশেরও কম। ২০২৩ সালে প্রবাসীদের জন্য এশিয়ার ৩৫ টি সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে মুম্বাই এবং দিল্লি শামিল রয়েছে। উল্লেখ্য যে, গত বছরের তুলনায় এশিয়ার শহরগুলির মধ্যে মুম্বাই এক্ষেত্রে এক স্থান পিছিয়ে ২৭ তম স্থানে পৌঁছেছে।