ধামাকা হবে বলিউডে, ফ্লপের ফাঁড়া কাটিয়ে ব্লকবাস্টার ছবির লাইন লাগাতে চলেছেন অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: বিগত তিন বছর ধরে বলিউডের (Bollywood) অবস্থা কেমন তা সিনেপ্রেমী মাত্রই খুব ভাল ভাবে জানেন। করোনা পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত ব্যবসার দিক থেকে মাথা তুলে দাঁড়াতেই পারেনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশেষ করে অক্ষয় কুমারের (Akshay Kumar) কেরিয়ারের অবস্থা বাস্তবিকই তথৈবচ। বিগত পাঁচ ছয়টি ছবি পরপর ফ্লপ হয়েছে তাঁর। তবুও তিনি হাল ছাড়েননি। আগামীতে লাইন দিয়ে মুক্তির অপেক্ষায় অক্ষয়ের আরো কিছু ছবি।

বছরে তিন চারটি ছবি মুক্তি পায় অক্ষয়ের। আগে বেশিরভাগ ছবিই ১০০ কোটি, ২০০ কোটি ক্লাবে নাম লেখাত। কিন্তু করোনা পর্বের পর বলিউডের সঙ্গে সঙ্গে বদলায় অক্ষয়ের ভাগ্য। একের পর এক ছবি ফ্লপ হতে শুরু করে। চিত্রনাট্য, প্রচার, বাজেট কোনোটাতেই কোনো পরিবর্তন আসেনি। কিন্তু অভিনেতা থেমেও থাকেননি।

akshay kumar donation

শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘সেলফি’ ছবিতে, যা বলা বাহুল্য মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। আগামীতে পরপর দশটি ছবি মুক্তি পেতে চলেছে অক্ষয়ের। শুরু হবে বহু প্রতীক্ষিত ছবি ‘ওহ মাই গড ২’ দিয়ে। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। প্রথম ছবিটিতে শ্রীকৃষ্ণের ভূমিকায় ধরা দিয়েছিলেন অক্ষয়। এবার তাঁকে দেখা যাবে মহাদেবের চরিত্রে। ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতম।

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। এই প্রথম টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয়। সবথেকে বেশি উন্মাদনা রয়েছে ‘হেরা ফেরি ৩’ ছবিটিকে ঘিরে। হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজি বরাবরই দর্শকদের প্রিয় হয়ে থেকেছে। মাঝে শোনা গিয়েছিল, হেরা ফেরি ৩ তে নাকি থাকছেন না অক্ষয়। তাঁর জায়গা নেবেন কার্তিক আরিয়ান।

akshay hera pheri

খবর ছড়াতেই কার্যত বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল নেটপাড়ায়। শেষমেষ ছবির সেট থেকে সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে সঙ্গে নিয়ে আইকনিক শার্ট পরে অক্ষয়ের একটি ছবি ভাইরাল হতে শান্ত হয় সিনেপ্রেমীরা। আগামীতে অক্ষয়ের ডেবিউ মরাঠি ছবিতে ছত্রপতি শিবাজী মহারাজের ভূমিকাতে দেখা যাবে তাঁকে।

এছাড়াও আরো বেশ কয়েকটি ছবি রয়েছে অভিনেতার ঝুলিতে। যেখানে রয়েছে স্কাইফোর্স, জলি এলএলবি ৩ এর মতো ছবি। শোনা যাচ্ছে, আইনজীবী সি শঙ্করনের বায়োপিকও করবেন অক্ষয়। এছাড়া রয়েছে খেল খেল মে, ক্যাপসুল গিল এবং একটি দক্ষিণী ছবির রিমেকও।

Niranjana Nag

সম্পর্কিত খবর