বাংলা হান্ট ডেস্ক : ফের চাঞ্চল্যকর ঘটনা ভারতীয় রেলে (Indian Railway)। প্রায় একই জায়গায় প্যান্টোগ্রাফ ভেঙে গেল দুটি ট্রেনের। জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের ঝাপটেরঢাল স্টেশনের কাছে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ও আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে। তার জেরে দীর্ঘক্ষণ ধরে আটকে আছে দুটি ট্রেন।
ওই দুটি ট্রেনের পিছনে আরও কয়েকটি ট্রেন আটকে পড়েছে। বিষয়টি নিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্যান্টোগ্রাফ সারানোর জন্য রেলের দুটি টাওয়ার ভ্যান ইতিমধ্যে কাজ শুরু করেছে। দুটি ট্রেনই যাতে যত দ্রুত সম্ভব গন্তব্যের উদ্দেশে রওনা করতে পারে, সেজন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে।
কী হয়েছিল ঘটনা? পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেল ৫ টা ৫৯ মিনিটে ঝাপটেরঢাল এবং বনপাস স্টেশনের মধ্যে ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সেই ঘটনার কয়েক মিনিট পরেই সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে ১৩০১১ আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। তারপর থেকে আটকে আছে দুটি ট্রেনই। ওই দুটি ট্রেনের পিছনে আরও কয়েকটি ট্রেন আটকে পড়ে।
পূর্ব রেলের আধিকারিকরা জানান, ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এবং ১৩০১১ আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আটকে পড়ায় আরও কয়েকটি ট্রেন আটকে পড়েছে। বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছে ৫৩০৪৭ আপ হাওড়া-রামপুরহাট জংশন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। সেইসঙ্গে বর্ধমান ও তালিত স্টেশনের মধ্যে একটি লোকাল ট্রেন আটকে আছে।
বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আপাতত ঝাপটেরঢালের কাছে আটকে আছে ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এবং ১৩০১১ আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। দু’টি টাওয়ার ভ্যান পাঠানো হয়েছে। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
ট্রেনযাত্রী গৌরব সিং বলেন, মুম্বই থেকে ফিরছি। মালদহে যাব। ট্রেন চলাচল বন্ধ হওয়ায় আমরা সবাই বনপাস স্টেশনে আটকে পড়েছি। রেল জানিয়েছে, দুটি ট্রেনের প্যান্টোগ্রাফ সারাইয়ের জন্য কাজ করছে দুটি টাওয়ার ভ্যান।