১০,০০০ টাকার বিনিয়োগ হয়েছে ৬ লক্ষ! টাটা গ্রূপের এই শেয়ারটি দুর্দান্ত রিটার্ন দিচ্ছে বিনিয়োগকারীদের

বাংলা হান্ট ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি, Tata Elxsi, গত দশ বছরে তার বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে। এই সময়ে ওই কোম্পানিটির শেয়ার বেড়েছে ৫,৮৭৯ শতাংশ।

অর্থাৎ, কোনো বিনিয়োগকারী যদি দশ বছর আগে এই কোম্পানিতে ১০,০০০ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তাঁর সেই বিনিয়োগের পরিমাণ ৬ লক্ষ টাকায় পৌঁছে যেত। স্টকটি গত পাঁচ বছরে ৫১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, এটি গত তিন বছরে প্রায় ৯০৭ শতাংশ বেড়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Tata Elxsi হল বিশ্বের এমন কয়েকটি কোম্পানির মধ্যে একটি যারা অটোমোটিভ, মিডিয়া, টেলিকম, স্বাস্থ্যসেবা এবং পরিবহণ সংক্রান্ত সার্ভিসগুলিতে ডিজাইন এবং প্রযুক্তি পরিষেবা প্রদান করে। গত শুক্রবার, এই কোম্পানির স্টক ০.৩৮ শতাংশ কমে ৭,৮১৬.৪৫ টাকায় বন্ধ হয়েছে।

উল্লেখ্য যে, এই কোম্পানিটি অটোমোটিভ এবং ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিজের গুরুত্বপূর্ণ ওইএম এবং সরবরাহকারীদের সাথে কাজ করে। Tata Elxsi-র শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখলে বোঝা যাবে যে, পাবলিক শেয়ারহোল্ডারদের কোম্পানিতে ৫৬.০৮ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪৩.৯২ শতাংশ শেয়ার প্রোমোটারদের হাতে আছে।

এদিকে, পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে মিউচুয়াল ফান্ডের কাছে ১.৮৫ শতাংশ এবং রিটেল ইনভেস্টারদের কাছে ৩২ শতাংশ রয়েছে। মূলত, এটি একটি বিএসই ১০০ কোম্পানি। যার মার্কেট ক্যাপ ৪৮,৬৭৮ কোটি টাকা। TTM ভিত্তিতে এর EPS হল ১২১। স্টকটি বর্তমানে ৬৪.৪৬-এর PE-তে ট্রেড করছে।

কতদূর যেতে পারে দাম: বিশ্লেষকরা বিনিয়োগকারীদের কারেন্ট লেভেলে হোল্ড করে রাখার পরামর্শ দিয়েছেন। তবে, ফ্রেশ বাইং এড়িয়ে যেতে বলেছেন। স্টকের মোমেন্টাম ইন্ডিকেটর RSI ভালো অবস্থায় আছে এবং বেঞ্চমার্ক সূচকগুলির তুলনায় স্ট্রং স্ট্রেন্থ প্রদর্শন করছে। এই প্রসঙ্গে আরিহন্ত ক্যাপিটালের সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট মিলন বাসুদেবের মতে, আগামী দিনে স্টকটি ৮,০০০-৮,২০০ টাকার দিকে যেতে পারে।

tata share price (1)

তিনি এর জন্য ৭,৬৩৩ টাকার স্টপ লস সেট করার পরামর্শ দিয়েছেন। এদিকে, শেয়ার বাজারের এমডি এনবি নায়ক বলেছেন, স্টকটি বর্তমানে তার ৫০ দিন এবং ২০০ দিনের সিম্পেল মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে। এটি একটি ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হয়। বিনিয়োগকারীদের এটি হোল্ড করে রাখা উচিত এবং ফ্রেশ বাইং এড়িয়ে চলা উচিত বলেও জানান তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর