বাংলাহান্ট ডেস্ক : যেকোনো সংস্থায় চাকরি পাওয়ার জন্য আমাদের ইন্টারভিউ (Interview) দিতে হয়। এই ইন্টারভিউ রাউন্ড উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন মানুষ প্র্যাকটিস করে থাকেন। বর্তমানে ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও উপলব্ধ। কিন্তু তবুও এমন অনেক প্রশ্ন থাকে যা অনেকেই জানে না।
আসল ব্যাপার হল সহজ প্রশ্ন অনেক সময় ইন্টারভিউ রাউন্ডে এমনভাবে ঘুরিয়ে করা হয় যা অনেক সময় বিভ্রান্তিকর মনে হয়। এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞানের থেকেও অনেক সময় দরকার হয় উপস্থিত বুদ্ধির। আমরা আজকের এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরছি যা আপনাকে ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হতে সাহায্য করবে।
১) প্রশ্নঃ কোন জিনিস না থাকলে একজন মানুষকে চেনা যায় না?
উত্তরঃ নাম।
২) প্রশ্নঃ কার সৌজন্যে ভারতে শুরু হয়েছিল ইংরেজি শিক্ষার প্রবর্তন?
উত্তরঃ লর্ড ম্যাকওলে।
৩) প্রশ্নঃ রবার ছাড়া কোন জিনিস লোহাকে আকর্ষণ করতে পারে?
উত্তরঃ চুম্বক।
৪) প্রশ্নঃ কত ডেসিবেল শব্দে কানের পর্দা ফেটে যেতে পারে?
উত্তরঃ ১৬০ ডেসিবেল।
৫) প্রশ্নঃ কাকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে।
৬) প্রশ্নঃ কোন গাছ থেকে রজন প্রস্তুত করা হয়?
উত্তরঃ পাইন গাছ।
৭) প্রশ্নঃ শহরের পরিত্যক্ত জঞ্জাল পুড়িয়ে যে শক্তি উৎপাদন করা হয় তার নাম কি?
উত্তরঃ ওয়েস্ট গার্বেজ রিসাইকেলিং এনার্জি।
৮) প্রশ্নঃ বলুন তো এমন কোন জিনিস যেটা বছরে একবারই আসে এবং চলে যায়?
উত্তরঃ তারিখ। প্রতিদিন একটা করে তারিখ থাকে, যেটা আর ফিরে আসে না।
৯) প্রশ্নঃ কে ডিম এবং দুধ দুটোই একসঙ্গে দিতে পারে?
উত্তরঃ দোকানদার
১০) প্রশ্নঃ কোন দেশকে বলা হয় দক্ষিণের ব্রিটেন?
উত্তরঃ নিউজিল্যান্ড।
১১) প্রশ্নঃ একটা অর্ধেক আপেলকে দেখতে ঠিক কেমন?
উত্তরঃ আপেলটির বাকি অর্ধেক অংশের মতো।
১২) প্রশ্নঃ যত ধোবেন তত নোংরা হবে, বলুন তো কী?
উত্তরঃ জল। অন্য জিনিস ধুতে জল লাগে। কিন্তু জলে কিছু মিশলেই জল নোংরা হতে শুরু করে।
১৩) প্রশ্নঃ কোন দেশে প্রেসিডেন্টের মেয়াদ মাত্র ১ বছরের?
উত্তরঃ সুইজারল্যান্ড।
১৪) প্রশ্নঃ এমন কোন প্রাণী যা সারাজীবনে ঘুমায় না ?
উত্তরঃ পিঁপড়ে
১৫) প্রশ্নঃ এমন কোন স্কুল যেখানে শিক্ষক থাকে, কিন্তু ছাত্র থাকেনা?
উত্তরঃ গার্লস স্কুল, কারণ সেখানে ছাত্রী থাকে, কিন্তু কোনও ছাত্র থাকেনা।