বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবারই উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে গতকাল ভারী, মাঝারি বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। অন্যদিকে, দুদিন থেকে কিছু সময়ের জন্য বৃষ্টি হওয়ায় লাগাতার বাড়তে থাকা গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষও। শুক্রবার থেকে শুরু করে বহু প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণের একাধিক জেলা।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে খবর, এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণধীরে ধীরে বাড়বে। মঙ্গলবার থেকে রাজ্যের ৩ জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷
ইতিমধ্যেই এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পঙেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে৷ দুদিন থেকে দক্ষিণবঙ্গেও দেখা মিলেছে বর্ষণের। তবে সেখানে এখনই কমেনি দহনজ্বালা। দক্ষিণবঙ্গে বর্ষা আসার নির্ধারিত সময় ১১ই জুন থাকলেও ঠিক কবে তা আসবে, এখনও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর।
উল্টে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে আরও বেশ কিছুদিন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই পিছু ছাড়ছে না অস্বস্তি। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলার কথা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষ পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা প্রায় একই থাকবে।