বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং বিতর্ক এই দুটি বিষয়ে যেন ক্রমশই সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজের খেলোয়াড় জীবন শেষ করার পর একাধিক বিতর্কের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন। তিনি টানা তিন বছর বিসিসিআই (BCCI) সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আইপিএল (IPL), ধারাভাষ্য সহ আরো নানান কাজের সঙ্গে যুক্ত।
কিন্তু অতি সম্প্রতি তিনি বিরাট কোহলিকে নিয়ে একটি এমন মন্তব্য করেছেন যার পরে আবার বিতর্ক দানা বাঁধছে। সকলেই জানেন গত দু’বছর ধরে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কটা একেবারেই অনুষ্কা এবং বিরাটের সম্পর্কের মত নয়। কেউই প্রকাশ্যে একে অপরের উদ্দেশ্যে বিতর্কিত না করলেও পরোক্ষভাবে তাদের কিছু কথাবার্তা বুঝিয়ে দিয়েছে যে তারা একে অপরকে পছন্দ করছেন না।
এমন পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়া নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফর সম্পূর্ণ হওয়ার পর বিরাট কোহলি নিজে থেকে এই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। তার আগেই অবশ্য বিসিসিআই তাকে ওডিআই অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল।
সৌরভ গঙ্গোপাধ্যায় এই নিয়ে মন্তব্য করেছেন, “বিরাট কেন টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছিল তা শুধুমাত্র ও নিজেই জানে। কিন্তু বিসিসিআই ওর এরকম সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিল না। সেই সময় আমাদের মনে হয়েছিল রোহিত শর্মাই সবচেয়ে ভালো অপশন। তাই স্বাভাবিকভাবেই ওকে দায়িত্ব দেওয়া হয়।”
সাম্প্রতিক সময়ে এটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র বিতর্কিত মন্তব্য নয়। ভারতীয় দলের আইসিসি ট্রফির খরা নিয়ে মন্তব্য করতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে আইপিএল জেতা নাকি তিনি মনে করেন একটি আইসিসি ট্রফি দিয়ে তার চেয়ে অনেক বেশি কঠিন। সেই মন্তব্য নিয়েও যথেষ্ট সমালোচিত হচ্ছেন তিনি।