খরচ খুবই সামান্য! চোখ খুললেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার, এই হিল স্টেশন জুড়ে শুধুই শান্তি

বাংলাহান্ট ডেস্ক : এই গরমে খানিকটা স্বস্তির আশায় মানুষ পাড়ি জমাচ্ছেন পাহাড়ে। পাহাড় ভ্রমন (Hill Station) মানে দার্জিলিং ছাড়াও যে জায়গাটি বাঙালিদের কাছে হটলিস্টে থাকে সেটি হল সিকিম। এখানকার মনেস্ট্রির সম্ভার সত্যিই চোখ জুড়ানো। দেশের মধ্যেই সুইজারল্যান্ডের স্বাদ পেতে গেলে আপনাকে অবশ্যই একবার যেতে হবে সিকিম।

সিকিমে ঘোরার মত বহু জায়গা রয়েছে। সিকিম বলতেই আমাদের চোখে ভেসে ওঠে এম জি রোড, গ্যাংটক, নাথুলা, পেলিং, ছাঙ্গু, লাচুং, গুরুদংমার লেক, কালা পাত্থার, বাবা হরভজনের মন্দির। তবে আজ আপনাদের এই প্রতিবেদনে সিকিমের একটি অজানা জায়গার সন্ধান দেবো। এই জায়গাটির সম্বন্ধে অনেকেই জানেন না। কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য হার মানাবে বহু জায়গাকে।

এই গরমে আপনারা কিছুদিনের জন্য ঘুরে আসতে পারেন সিকিমের মনখিম (Mankhim) থেকে। সিকিমের এই ছোট্ট শান্ত গ্রামটির রূপ বড়ই মায়াবী। এই গ্রামের চারদিকে ছড়িয়ে রয়েছে ছোট ছোট সুন্দর বাড়ি। এছাড়াও পাইন-দেবদারু গাছের সারি এই গ্রামের সৌন্দর্যে এক আলাদা মাত্রা যোগ করেছে। মনখিমে রয়েছে সুন্দর একটি মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে গৌতম বুদ্ধের অপূর্ব একটি মূর্তি রয়েছে।

mankhim

ঐতিহাসিক দিক থেকেও এই গ্রামের তাৎপর্য বেশ গুরুত্বপূর্ণ। ভারত-চিন যুদ্ধের সময় সেনাদের জন্য ক্যাম্প করে বাঙ্কার করা হয়েছিল এই জায়গায়। এই গ্রামের রাতের সৌন্দর্য আরো মন ভোলানো। ছোট ছোট বাড়িগুলি থেকে পাহাড়ের গায়ে এলিয়ে পড়ে আলো। সেই আলোর মায়ায় কাটিয়ে দেওয়া যায় গোটা সন্ধ্যে। এছাড়াও এখানকার হোটেল ও রিসির্টগুলোর জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর