বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার (Social Media) প্ল্যাটফর্মগুলিতে এমন কিছু ভাইরাল ভিডিও (Viral Video) সামনে আসে যেগুলিকে দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায় সবার। এমনকি, বিষয়গুলি বিশ্বাস করাই কার্যত কঠিন হয়ে পড়ে। ঠিক সেই রেশ বজায় রেখেই সম্প্রতি একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। যেটি দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের।
ভিডিওটির প্রসঙ্গে জানানোর আগে আমরা যদি আপনাদের এই প্রশ্নটি করি যে, হরিণ তৃণভোজী প্রাণী নাকি মাংসাশী? সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সবাই উত্তর দেবেন যে, হরিণ একটি তৃণভোজী প্রাণী। ছোটবেলা থেকেই আমার এই বিষয়টি বইতেও পড়ে আসছি। তবে এবার যে ভিডিওটি সামনে এসেছে সেটি রীতিমতো সমস্ত তথ্য ওলটপালট করে দিয়েছে।
মূলত, সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে একটি হরিণকে ঘাস-পাতার পরিবর্তে জ্যান্ত সাপ খেতে দেখা গিয়েছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে ভিরমি খেলেও এবার ঠিক এহেন দৃশ্যই সামনে এসেছে। এদিকে, স্বাভাবিকভাবেই এই ভিডিওটি দেখার পর সবার মনে একটাই প্রশ্ন আসছে যে, হরিণ কিভাবে সাপ খেতে পারে?
এমতাবস্থায়, সিনিয়ার IFS অফিসার সুশান্ত নন্দাও ভিডিওটি টুইট করেছেন। পাশাপাশি, টুইটে তিনি লিখেছেন, “ক্যামেরা আমাদের প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।” এছাড়াও, তিনি আরও জানিয়েছেন, “হ্যাঁ, নিরামিষাশী প্রাণীরাও মাঝে মাঝে সাপ খায়।”
কি দেখা গিয়েছে ওই ভিডিওটিতে: জানিয়ে রাখি যে, মোট ২১ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে যে, চলন্ত গাড়ি থেকে একটি হরিণের ভিডিও করা হচ্ছে। যেটি মনের আনন্দে আস্ত সাপ চিবিয়ে চলেছে। একটি জঙ্গলের কাছে ঠিক রাস্তার ধারে ওই হরিণকে সাপটিকে খেতে দেখা গিয়েছে। পাশাপাশি, সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট বলে জানা গেছে। এমনকি, গাড়ি থেকে যিনি ভিডিওটি করছিলেন তিনিও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান।
Cameras are helping us understand Nature better.
Yes. Herbivorous animals do eat snakes at times. pic.twitter.com/DdHNenDKU0— Susanta Nanda (@susantananda3) June 11, 2023
হরিণ কি সত্যিই মাংস খায়: ন্যাশনাল জিওগ্রাফি অনুযায়ী, হরিণের মাংস খাওয়ার বিষয়টিকে সত্য বলে বিবেচনা করা হয়েছে। এদিকে, হরিণ সাধারণত তৃণভোজী প্রাণী হিসেবেই পরিচিত। যাদের খাদ্যের মধ্যে রয়েছে গাছপালা। তবে মাঝে মাঝে মাংস খেয়ে তাদের খিদে মেটাতে হয়। আসলে হরিণের শরীরে যখন ফসফরাস, ক্যালসিয়াম ও লবণের ঘাটতি দেখা দেয়, তখন তারা মাংস খেতে বাধ্য হয়। আর ওইভাবেই এই ঘাটতিগুলি পূরণ হয় তাদের শরীরে। ন্যাশনাল জিওগ্রাফি অনুসারে, এমন ঘটনা সাধারণত শীতের মরশুমে প্রত্যক্ষ করা যায়। মূলত, তখন গাছ-গাছালির অভাব থাকে। সেইসময় খিদের কারণে অস্থির হয়ে হরিণ মাংস খেতে শুরু করে।