বাংলাহান্ট ডেস্ক: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) কেন্দ্র করে এখন থেকেই উত্তপ্ত বাংলা। বিভিন্ন জেলায় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে অশান্তি। প্রায় প্রতিদিনই সংঘর্ষ, বিক্ষোভের খবর আসছে। শাসক দল, বিরোধী দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ব্যঙ্গ করলেন বিজেপির তারকা সদস্য রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
বিভিন্ন রাজনৈতিক দল ঘুরে গেরুয়া শিবিরে এসেছেন তিনি। এ নিয়ে প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। তবে ঘুরিয়ে আক্রমণ করতে ছাড়েন না তিনিও। আর এ ক্ষেত্রে তাঁর সবথেকে বড় অস্ত্র হল প্যারোডি। বিভিন্ন রাজনৈতিঅ ইস্যু নিয়ে বাঁধা কবিতার ছত্রে ছত্রে তীক্ষ্ণ কটাক্ষ শানাতে রুদ্রনীলের জুড়ি মেলা ভার।
এবার সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুন ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে একদিকে আঁকা সিসিটিভি ক্যামেরা, অন্যদিকে এক মহিলার মুখ, তার নীচে লেখা পিসি ক্যামেরা। সিসি ক্যামেরাতে একটি টিক চিহ্ন আর পিসি ক্যামেরাতে কাটা চিহ্ন। ছবির নীচে লেখা ‘পঞ্চায়েতে এবার হাইকোর্টের নির্দেশ’।
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সংঘর্ষের ঘটনা। এ প্রসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, নির্বাচনের সময়ে প্রতিটি বুথে সিসিটিভি লাগাতে হবে। নির্বাচনের সময়ে যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে, অশান্তি এড়াতে প্রতিটি বুথে সিসিটিভি লাগিয়ে ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সিসিটিভি লাগানো না গেলে ভিডিওগ্রাফির বন্দোবস্ত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, নির্বাচনের সময়ে সিভিক পুলিশ নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ এসেছে হাইকোর্টের তরফে। রাজ্য পুলিশ কম থাকলে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। ৭ টি স্পর্শকাতর জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়েই এবার রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমোকে ব্যঙ্গ করেছেন রুদ্রনীল।