নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ CBI-র! এমন কারও ডাক পড়ল, নাম শুনে শোরগোল বঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে চর্চার শিরোনামে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। SSC-তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষা দফতরের প্রাক্তন প্রধান সচিব মণীশ জৈনকে (Manish Jain) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। দুর্নীতি মামলার তদন্তে এবার মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামিকাল বৃহস্পতিবারই তাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির তদন্তের ভিত্তিতে একসময় এই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সূত্র ধরেই এবার রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে ডেকে পাঠানো হল। গোয়েন্দা সূত্রে খবর, উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে শিক্ষা সচিবের স্বাক্ষর পাওয়া গিয়েছিল। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

জানিয়ে রাখি পূর্বে উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং অন্য সদস্যদেরও জেরা করেছে সিবিআই। আর এ বার ডাক পড়ল সচিবের। সূত্রের খবর, এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে তাকে জেরা করা হতে পারে। জানা যাচ্ছে কার নির্দেশ মতো চলতো এই কমিটি। কেন মেধাতালিকায় স্বচ্ছতা ছিল না এসব বিষয়েও প্রশ্ন করা হতে পারে।

cbi

বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একাধিক তথ্য অভিযোগের ভিত্তিতে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই এবার তলব করা হল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে। এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত, বিকাশ ভবনকে ব্যবহার করেই অবাধে নিয়োগ দুর্নীতি চলেছে বলে আদালতে দাবি করেছিল ইডি। নিয়োগ দুর্নীতির অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্র ধরেই মণীশ জৈনের নাম উঠে আসে বলে দাবি করে গোয়েন্দা সংস্থা। ইডির চার্জশিটে দাবি, বিকাশ ভবনের ছ’তলার একটি ঘরে ভুয়ো চাকরিপ্রার্থীদের যে ইন্টারভিউ হয়েছিল তা পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল এবং তার সমস্ত বন্দোবস্ত করেছিলেন মণীশবাবু।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর