বাবার কথা রাখতে এই মন ছোঁয়া কাজ করেছিলেন সচিন! শুনলে শ্রদ্ধায় মন ভরে আসবে আপনার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যক্তিত্ব কে? কার নাম সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে ক্রিকেট বিশ্বে? এই প্রশ্নগুলি ছুড়ে দিলে আজও ৯৫ শতাংশ মানুষের মুখে একটাই নাম উঠে আসবে, আর সেই নামটা হলো সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)। ভারতীয় ক্রিকেটে তার অবদান এতটাই বেশি যে অনেকে তাকে ক্রিকেট ঈশ্বর বলে গণ্য করে থাকেন। ভারতের তরুণ প্রজন্মর ৮০ শতাংশ ক্রিকেটার।

তবে সম্প্রতি নানান বিষয় নিয়ে তার সমালোচনা হচ্ছে। তিনি প্রয়োজনে মুখ খোলেন না বা সুবিধা বুঝে অন্যায়ের প্রতিবাদ করেন এমন অভিযোগ সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে। তার শিরদাঁড়ার জোর নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেই কুস্তিগীরদের পাশে না দাঁড়ানোর জন্য তার সমালোচনা করেছেন।

তবে সম্প্রতি তাকে নিয়ে এমন একটি তথ্য সামনে এসেছে যা শোনার পর সকলেই তার সততা দেখে মুগ্ধ হয়েছেন। বর্তমান সময়ে আমরা বীরেন্দ্র সেওবাগ থেকে শুরু করে কপিল দেব অনেক কিংবদন্তি ক্রিকেটারকেই নানানরকম পণ্যের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হতে দেখেছি যেগুলো হয়তো মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী নয়।

কিন্তু সচিন টেন্ডুলকার আজ পর্যন্ত এমন কোনও পণ্যের বিজ্ঞাপন করেননি। তাকে আমরা কোনদিনও মাদক জাতীয় বা তামাকজাত কোন দ্রব্যর বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হতে দেখিনি। তার এই সিদ্ধান্ত নিয়ে অতি সম্প্রতি মুখ খুলেছিলেন মাস্টার প্লাস্টার নিজেই।

Sachin tobacco

সচিন জানিয়েছেন যে ব্ল্যাঙ্কচেক নিয়ে অনেক তামাক যত দ্রব্যের সংস্থা তার সঙ্গে যোগাযোগ করেছিল বহুবার। কিন্তু তাদের কোনও অফার সচিন গ্রহণ করেননি। এর মূল কারণ হলো তার বাবার দেওয়া আদেশ। সচিনের বাবা রমেশ টেন্ডুল তাকে বুঝিয়েছিলেন যে তিনি একজন রোল মডেল এবং অনেকের কাছে অনুপ্রেরণা। তার ছোটখাটো কাজগুলো অন্য অনেকের জীবনে প্রভাব ফেলে। অনেকেই তাকে অনুসরণ করার চেষ্টা করে। তাই তাদের কোনও ক্ষতি হোক এমন কোনও কাজ সচিন করবেন না এমনটা তিনি নিজের পিতাকেই কথা দিয়েছিলেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর