চলতি বছরে ভারত ছাড়তে পারেন দেশের বিপুলসংখ্যক কোটিপতি! সংখ্যাটি জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় তথ্য সামনে এল। জানা গিয়েছে, চলতি বছরে ভারত (India) থেকে প্রায় ৬,৫০০ কোটিপতি দেশ ছেড়ে স্থায়ীভাবে বিদেশে পাড়ি দিতে পারেন। যদিও, এই সংখ্যাটি গত বছর অর্থাৎ ২০২২ সালের তুলনায় কম। সম্প্রতি হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশনের প্রকাশিত এক রিপোর্টে এই অনুমান করা হয়েছে। এই সংস্থাটি সমগ্ৰ বিশ্বজুড়ে সম্পদ ও ইনভেস্টমেন্টের স্থানান্তর পর্যবেক্ষণ করে।

ওই রিপোর্টে বলা হয়েছে যে, ২০২৩ সালে, প্রায় ৬,৫০০ জন হাই নেট-ওয়ার্থ ইন্ডিভিজুয়াল (HNI) দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য যে, হাই নেট-ওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের দেশ ছেড়ে যাওয়ার পরিসংখ্যানে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে, ভারতের আগে এই তালিকায় শুধুমাত্র চিন রয়েছে। সেখানে ১৩,৫০০ জন কোটিপতি এই বছর দেশ ছাড়তে পারেন বলে অনুমান করা হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছরের তুলনায় ভারতের পরিসংখ্যান কিছুটা ভালো। কারণ গত বছর ৭,৫০০ জন কোটিপতি ভারত ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের এই রিপোর্টটি গ্লোবাল ওয়েলথ ইন্টেলিজেন্স ফার্ম “নিউ ওয়ার্ল্ড ওয়েলথ”-এর রিপোর্টের ভিত্তিতে অনুমান করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, দুবাই এবং সিঙ্গাপুর উচ্চবিত্ত ভারতীয় পরিবারদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে।

এদিকে, ভারত ও চিন ছাড়াও এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। এই বছর ৩,২০০ কোটিপতি ব্রিটেন ছাড়তে পারেন বলে অনুমান করা হচ্ছে। আর এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। সেখানে ৩,০০০ জন উচ্চ সম্পদশালী ব্যক্তি বিদেশে পাড়ি দিতে পারেন।

এমতাবস্থায়, ধনী ভারতীয়দের দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এটি খুব একটা উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ অনুমান করেছে যে, ২০৩১ সালের মধ্যে কোটিপতির জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পাবে। যার ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল ওয়েলথ মার্কেটের মধ্যে অন্যতম হয়ে উঠবে।

whatsapp image 2023 06 14 at 4.08.34 pm

এদিকে, ওই রিপোর্টে বলা হয়েছে, এই কোটিপতিদের বেশিরভাগই আসবেন দেশের ফাইন্যান্সিয়াল সার্ভিসেজ, ফার্মা ও টেকনোলজি সেক্টর থেকে। পাশাপাশি, এটাও লক্ষণীয় যে সাম্প্রতিক সময়ে ধনী ব্যক্তিদের ভারতে ফিরে আসার প্রবণতাও দেখা গেছে। ওই রিপোর্টে ভারতে জীবনযাত্রার মান উন্নত হওয়ার সাথে সাথে প্রচুর সংখ্যক ধনী ব্যক্তি ভারতে ফিরে আসার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর