বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সামনে এসেছে NEET UG পরীক্ষার ফলাফল। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা সফল হয়েছেন এই পরীক্ষায়। সেই রেশ বজায় রেখেই এবার উত্তরপ্রদেশের (Utter Pradesh) বদাউন জেলায় বসবাসকারী বিভু উপাধ্যায়ও NEET পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছেন।
জানা গিয়েছে, বিভু ছোটবেলা থেকেই ডাক্তার হতে চেয়েছিলেন। এজন্য তিনি নবম শ্রেণি থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বিভু দীর্ঘদিন ধরেই গঙ্গা আরতি করে আসছেন এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাওয়ার কথা জনিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সারাদেশে মেডিক্যাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য সম্পন্ন হওয়া NEET UG পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গত ১৩ জুন অর্থাৎ মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা NEET UG 2023 পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
বিভু নিয়মিত গঙ্গা আরতি করেন: এমতাবস্থায়, উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা বিভু উপাধ্যায়ও NEET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এদিকে, নিয়মিত গঙ্গা আরতি করার বিষয়ে তিনি জানিয়েছেন, “আমি সবসময় ডাক্তার হতে চেয়েছিলাম। নবম শ্রেণিতে পড়াকালীন আমি NEET-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করি। তাই আমার জন্য পরীক্ষায় সফল হওয়া অনেকটাই সহজ হয়ে যায়। আমি ২০১৯ সাল থেকে গঙ্গা আরতি করছি। যখনই আমি সময় পাই, আরতি করতে যাই এবং এটা আমি চালিয়ে যাব।”
শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উত্তরপ্রদেশের পড়ুয়ারা NEET UG পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। উত্তরপ্রদেশ থেকেই সফল প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান।
এদিকে, শীর্ষ ৫০ জনের তালিকায় রয়েছেন দিল্লির ৮ জন, রাজস্থানের ৭ জন, তামিলনাড়ুর ৬ জন, অন্ধ্রপ্রদেশের ৫ জন, উত্তরপ্রদেশের ৪ জন, গুজরাটের ৩ জন। পাশাপাশি, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র থেকে ৩ জন করে এবং পাঞ্জাব থেকে ২ জন পড়ুয়া রয়েছেন। এছাড়াও, কর্ণাটক, বিহার, ওড়িশা ও কেরালা থেকে ১ জন করে পড়ুয়া রয়েছেন বলেও জানা গিয়েছে।