বাংলাহান্ট ডেস্ক: না ফেরার দেশে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)। চমকে উঠলেন তো? বিনোদুনিয়া থেকে পরপর মৃত্যুর খবরের মাঝে এমন একটা মারাত্মক খবরে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল সবারই। হতভম্ব হয়ে গিয়েছিলেন অভিনেতা নিজেও। একজন জলজ্যান্ত মানুষের মৃত্যুর খবর কীভাবে রটিয়ে দেওয়া যায় সেটা ভেবেই অবাক হয়ে যান তিনি।
হ্যাঁ, আবারো এক ভুয়ো খবর। বিনোদন দুনিয়ার সদস্যদের নিয়ে এমন মিথ্যে খবর নতুন নয়। এমনকি তারকাদের মৃত্যুর খবর পর্যন্ত ছড়িয়েছে নেটমাধ্যমে। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। আবার ভুয়ো খবরের শিকার হয়েছেন অন্য কোনও অভিনেতা। বলিউড থেকে টলিউড সর্বত্রই রয়েছে এই সমস্যা। এবার যেমন জয়জিতের সঙ্গে ঘটল একই ঘটনা।
নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ইউটিউব শর্টস ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। সেখানে জয়জিতের একটি সাদা কালো ছবি দিয়ে লেখা হয়েছে, ‘না ফেরার দেশে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা’। ছবিটি শেয়ার করে জয়জিৎ লিখেছেন, ‘তাহলে কি আমি ভূত?! এই খবর যে করেছে তার ঘাড় মটকাবো আমি। আচ্ছা এটা দেখালে কি আমার ইন্সুরেন্স গুলো ম্যাচুওর করবে?!’
নেটিজেনরাও নানান প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন এই বিশ্রী ঘটনায়। কয়েকজন আবার লিখেছেন, এই ধরণের ভুয়ো খবর রটলে আয়ু বাড়ে। যদিও সব কমেন্টেরই মজার ছলেই উত্তর দিয়েছেন জয়জিৎ।
উল্লেখ্য, জয়জিৎ এখন দুটি সিরিয়ালে অভিনয় করছেন। দিব্যি সুস্থ রয়েছেন তিনি, পরিবারের সঙ্গে মাঝেই ছবি শেয়ার করেন অভিনেতা। এক সংবাদ মাধ্যমের কাছেও তিনি বলেন, নিজের ব্যাপারে এই ধরণের খবর শুনলে কারোরই ভাল লাগে না। কিন্তু বিষয়টা নিয়ে তিনি মজার ছলেই উত্তর দিয়েছেন।