চাকরি প্রার্থীদের জন্য সুখবর! কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, আজই এই ভাবে করুন আবেদন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তর এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার মাধ্যমে Industrial Trainee [Specialized Mining Equipment] Industrial Trainee [Mines & Mine Support Services] এই দুটি পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

সবমিলিয়ে মোট ২৬২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। Industrial Trainee [Specialized Mining Equipment] মাসিক বেতন দেওয়া হবে ২২০০০ টাকা। এবং Industrial Trainee [Mines & Mine Support Services] প্রতিমাসে বেতনের পরিমান ১৮০০০ টাকা। ০৮/০৭/২০২৩ আবেদন জমা করার শেষ তারিখ।

যোগ্যতা: Industrial Trainee [Specialized Mining Equipment]: এই পদের জন্য প্রার্থীকে ভারতের যেকোনো UGC/AICTE/State Board of Technical Education স্বীকৃত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ৩ years Diploma in Engineering কোর্স সম্পূর্ণ করতে হবে।

অন্যদিকে, Industrial Trainee [Mines & Mine Support Services] এই পদের জন্য মাধ্যমিক পাশ সহ ভারতের যেকোনো স্বীকৃত ITI প্রতিষ্ঠান থেকে Fitter/ Electrician/ Turner/ Welding/ MMV/ Diesel Mechanic/ Civil/Tractor Mechanic/Foundry অথবা Cable Jointing ট্রেডে ডিগ্রীপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের NAC সার্টিফিকেট থাকা অবশ্যক।

job vacany

লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নেওয়া হবে। আবেদনের জন্য সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩৭ বছর বয়সের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। আগ্রহী চাকরিপ্রার্থীরা http://www.nlcindia.in ওয়েবসাইটে ভিসিট করে বিস্তারিত জানতে পারেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X