বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। মূলত, এবার মুডিজ ইনভেস্টর সার্ভিস বৃহস্পতিবার জানিয়েছে, ভারতের (India) ঋণের বোঝা কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, মুডিজ সার্ভিস এটাও জানিয়েছে যে, ভারতের এখন যে ঋণের বোঝা রয়েছে সেটা দেশের আর্থিক পরিকাঠামো খুব সহজেই সামলে নেবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ঋণের বোঝা ক্রমশ কমে আসছে। মুডিজ জানিয়েছে, যতদিন ভারতের নমিন্যাল GDP গ্রোথ বজায় থাকবে, ততদিন দেশের ঋণের বোঝা স্থিতিশীল থাকবে বা কিছুটা কমবে।
নমিন্যাল GDP গড়ে ১১ শতাংশ অনুমান করা হয়েছে: এদিকে, এই রিপোর্ট প্রকাশ করে, মুডিজ জানিয়েছে যে, ভারতে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল GDP রয়েছে। যা নমিন্যাল হিসেবে গড়ে ১১ শতাংশ অনুমান করা হচ্ছে। মূলত, ঋণের বোঝা কমে যাওয়ায় এই অনুমান করা হয়েছে।
গ্রোথ রেট হল ৭.২ শতাংশ: সম্প্রতি ভারত সরকার কর্তৃক প্রকাশিত GDP-র পরিসংখ্যান অনুসারে, ২০২৩-এর অর্থবর্ষে দেশের GDP-র অনুমান করা হয়েছে ৭.২ শতাংশ। জানিয়ে রাখি, গত অর্থবর্ষে দেশের গ্রোথ রেট ছিল ৯.১ শতাংশ। অন্যদিকে, ওই অর্থবর্ষের মার্চ ত্রৈমাসিকে দেশের গ্রোথ রেট বেড়েছে ৬.১ শতাংশ।
সরকারের এনএসওর প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে খনি, নির্মাণ ক্ষেত্র, ফিন সেক্টর, রিয়েলটি সেক্টরে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ভারতের চেয়ে এগিয়ে রয়েছে আমেরিকা, চিন, জাপান ও জার্মানি।
GDP ৭.২-এর বেশি হতে পারে: এদিকে, দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন সম্প্রতি জানান যে, ২০২৩ অর্থবর্ষের আনুমানিক ৭.২ শতাংশ GDP যখন ২০২৬ সালের শুরুর দিকে স্থিতিশীল হবে তখন এই পরিসংখ্যান বাড়তে পারে। অর্থনৈতিক উপদেষ্টা নাগেশ্বরন আরও বলেছেন যে, GDP বৃদ্ধি ঘটেছে জনগণের প্রচেষ্টায়। যাঁরা এই পরিসংখ্যান ২০২২-এর অর্থবর্ষে ৯.১ শতাংশের পরে চলতি অর্থবর্ষে ৭.২ শতাংশে নিয়ে এসেছেন।