ভাঙড়ে ভোটের বলি ৩, আদালত চোখ বন্ধ করে থাকবে না! হুঁশিয়ারি দিয়ে রাজ্যের রিপোর্ট তলব বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote) দিন ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে দামামা। ভোট আসতে বাকি এখনও বেশ কিছুদিন। তবে তার আগেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটেছে একের পর এক অশান্তি। গতকাল ছিল প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিন। প্রথম দিন থেকেই মননয়ন পর্বকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড় (Bhangar), ক্যানিং-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গা। রক্তাক্ত হয়েছে বাংলা।

বৃহস্পতিবার এই ভাঙড়েই মনোনয়ন (Nomination) জমাকে কেন্দ্র করে অশান্তির জেরে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যার জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার প্রানহানির ঘটনায় সরাসরি রাজ্যের কাছে রিপোর্ট (Report) তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।

বৃহস্পতিবার মনোনয়ন জমা করতে না পেরে আইএসএফ এবং বিজেপি প্রার্থীরা হাই কোর্টের দ্বারস্থ হন। অভিযোগ ছিল ভাঙড়-সহ দুই ২৪ পরগনার একাধিক কেন্দ্রে মনোনয়ন জমায় বাধা দেওয়া হচ্ছে। গতকালই বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha), ভাঙড়ের এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর বিরোধী প্রার্থীদের এসকর্ট করে নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ, তেমন কড়া নির্দেশও দিয়েছিলেন বিচারপতি।

তবে জানা যায় আদালতের নির্দেশ মত পুলিশ যখন প্রার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছিল, সেখানেই হামলা চালায় দুষ্কৃতীরা। যার জেরে এক আইএসএফ কর্মী প্রাণ হারিয়েছেন। শুক্রবার গোটা এই অশান্তির ঘটনা নিয়ে ফের বিচারপতি মান্থার দৃষ্টি আকর্ষণ করা হলে আজকের শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, চারদিন ধরে ভাঙড়ে লাগাতার বেলাগাম সন্ত্রাস চলছে। তাই অবশ্যই এব্যাপারে হস্তক্ষেপ করবে হাইকোর্ট।

high court

বিচারপতির মন্তব্য, সাধারণ মানুষের শান্তিপূর্ণ বসবাস এবং নিরাপত্তার বিষয়ে আদালত কখনই চোখ বন্ধ করে থাকতে পারে না। এরপরই এই ঘটনায় রাজ্যের ভূমিকা কী, সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি। আগামী মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট জমা করতে হবে রাজ্যকে। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর