অগ্নিগর্ভ ভাঙড় সফরে রাজ্যপাল! এলাকাবাসীর সঙ্গে কথা বলে দিলেন বড় বয়ান

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক দিন ধরে সংবাদের শিরোনামে উঠে এসেছে ভাঙড়। পুলিস এসকর্টের মধ্যে আইএসএফ (Indian Secular Front) কর্মীর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও জটিল। সেই অশান্ত ভাঙড়ে এবার পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose in Bhangar)।

এদিন রাজ্যপাল হেঁটে ঘুরে দেখেন গোটা বিজয়গঞ্জ বাজার এলাকা। কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে। তাঁর সামনে প্রকাশ পায় আসল চিত্র। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। বোঝার চেষ্টা করেন এলাকার গম্ভীর পরিস্থিতিকে।

গতকাল বৃহস্পতিবার প্রায় সারাদিনই শিরোনামে ছিল ভাঙড়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে প্রাণ যায় তিনজনের। সারা দিন ধরে এলোপাতাড়ি বোমাবাজি চলে। চলে গুলিও। সেই সন্ত্রাস কবলিত ভাঙড় পরিদর্শনে আসবেন বলে বৃহস্পতিবারই ইঙ্গিত দেন রাজ্যপাল। কলকাতায় ছিলেন না তিনি। বৃহস্পতিবারই দমদম বিমানবন্দরে নেমে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে রাজ্যে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ananda bose 2

 

শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ভাঙড়ে পৌঁছন রাজ্যপাল। তাঁর সফরের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিজয়গঞ্জ বাজার এলাকায়। গাড়ি থেকে নেমেই বাজার এলাকা ঘুরে দেখেন তিনি। বাজারের ব্যবসায়ীরা রাজ্যপালের কাছে ক্ষোভ উগরে দেন। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। পরে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসে গিয়ে বিডিও কার্তিক চন্দ্র রায়ের সঙ্গে প্রায় ১০ মিনিট পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

সুত্রে খবর কী কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেল না, বিডিওকে সেই প্রশ্ন করেন রাজ্যপাল। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই প্রশ্নও করেন করেন তিনি। বিডিও ছাড়াও পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। দোষীদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নিতে হবে সেই মনোভাবও স্পষ্ট করেন তিনি। বেশ কিছুক্ষণ ভাঙড়ের বিডিও অফিসে কাটিয়ে ভাঙড় কলেজে যান রাজ্যপাল।

এখানেই রাজ্যপালের অপেক্ষায় ছিলেন আইএসএফের কর্মী-সমর্থকরা। ভাঙড় ১ ব্লকে তাঁদের কোনও প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে থাকেন তাঁরা। তাঁরা অনেকেই মনোনয়নের জন্য কাগজপত্রও নিয়ে আসেন। ক্যানিং থানার জীবনতলা থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে তৃণমূল হামলা চালিয়েছে বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানান আইএসএফের কর্মী সমর্থকরা।


Sudipto

সম্পর্কিত খবর