ধোনির জন্যই ভারতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করতে পারিনি! বিস্ফোরক অভিযোগ এই ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলে ভালো পারফরম্যান্স করার পর অনেকেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তরুণ ক্রিকেটারদের তৈরি করার, তাদের বিকশিত হয়ে ওঠার এক মঞ্চ ছিল সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অধিনায়কত্বে অনেক ক্রিকেটারই এখানে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

একসময় চেন্নাই সুপার কিংস থেকে এত ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেতেন, যে অনেকেই মহেন্দ্র সিংহ ধোনির ওপর পক্ষপাতের অভিযোগ তুলতেন। কিন্তু মোহিত শর্মা, রবি অশ্বিন, মুরলি বিজয়ের মতো ক্রিকেটাররা যথেষ্ট দক্ষ ছিলেন এবং একাধিকবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। কিন্তু এমন একজন তারকা ছিলেন সিএসকে দলে, যাকে ধোনি ভরসা করে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ দেননি। আজ নিজের অবসরের লগ্নে সেই নিয়ে আফসোস প্রকাশ করলেন সেই ক্রিকেটার।

দীর্ঘদিন ধরে সিএসকে দলের অংশ ছিলেন মধ্যপ্রদেশের ক্রিকেটার ঈশ্বর পান্ডে। সিএসকে এর হয়ে আইপিএল ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন। ভারতের নিউজিল্যান্ড সফরের স্কোয়াডেও সামিল হয়েছিলেন ২০১৪ সালে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মহেন্দ্র সিংহ ধোনি তাকে ভারতীয় জার্সিতে খেলার সুযোগ করে দেননি।

Dhoni ishwar

গতবার ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি জয়ের পর ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, “ধোনি যদি আমাকে তখন সুযোগ দিতো জাতীয় দলে তাহলে আমার কেরিয়ারটা হয়তো অন্যরকম হতো। আমি ২৪-২৫ বছর বয়সী ছিলাম। আমি ভারতীয় স্কোয়াডে সুযোগ পাই নিজের যোগ্যতায় এবং আমি যথেষ্ট ফিট ছিলাম। ধোনি একটু ভরসা করলে আমি জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে পারতাম।”

ঈশ্বর পান্ডে আইপিএলে ২৫ টি ম্যাচ খেলে ১৮ টি উইকেট পেয়েছেন। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। গত মরশুমের মার্চ মাসে কেরালার বিরুদ্ধে তিনি নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচটি খেলেছিলেন যখন তার পরিসংখ্যান দাঁড়ায় ৭৫ টি ম্যাচে ২৬৩ উইকেট। আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংস এবং পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছেন। গতবারের রঞ্জি ট্রফি জেতা মধ্যপ্রদেশের ঐতিহাসিক স্কোয়াডের অংশও ছিলেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর