বাংলাহান্ট ডেস্ক : অনেকেই আছেন যাদের স্কুলে পড়ার সময় প্রিয় বিষয় ছিল অংক। কিন্তু অধিকাংশ মানুষের কাছেই অঙ্ক মানেই আতঙ্ক। বহু মানুষ অংকের নাম শুনলেই রীতিমতো মূর্ছা যান। কিন্তু আমাদের চারপাশে অনেকেই রয়েছেন যারা অঙ্কের জটিল সমস্যা এক নিমেষে সমাধান করে দেন। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন অংক সমাধান করতে করতে।
বিশেষজ্ঞরা বলেন, মস্তিষ্কের বিকাশের জন্য গণিতের সমাধান অত্যন্ত কার্যকরী একটি উপায়।
গণিতের সমাধান করলে বৃদ্ধি পায় আমাদের মস্তিষ্কের পরিচালন ক্ষমতা। তবে বর্তমান সময়ে ধাঁধার মাধ্যমে শিশুদের গণিতের বিষয় আকর্ষণ করার চেষ্টা চালানো হচ্ছে। ধাঁধার মাধ্যমে খুব সহজে শিশুদের কাছে গণিতকে পৌঁছে দেওয়া যেতে পারে।
বিভিন্ন ধরনের গাণিতিক ধাঁধা শিশুদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব। গাণিতিক ধাঁধার ইতিবাচক প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্যের ওপর। ধাঁধা সমাধান করলে ভালো থাকে আমাদের মানসিক স্বাস্থ্য। অনেক সময় চিন্তা দূর করার জন্য এই ধরনের ধাঁধার সহায়তা নেওয়া যেতে পারে।
মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে গাণিতিক ধাঁধার জুড়ি মেলা ভার। এছাড়াও এই ধরনের গাণিতিক ধাঁধা আমাদের গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। এগুলি আমাদের দৈনন্দিন জীবন ও শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠতে পারে। গাণিতিক ধাঁধা আমাদের মধ্যে আত্মকেন্দ্রিক নির্ভরশীলতা বৃদ্ধি করে।
সব মিলিয়ে এর বেশ ইতিবাচক প্রভাব পড়ে আমাদের জীবনে। এবার আপনারা বলতে পারবেন কি ২+২x২ ÷২ সমান কত? একটু চেষ্টা করে দেখুন, নয়তো এই প্রতিবেদনেই আমরা এই ধাঁধার সমাধান করে দিচ্ছি। দেখতে জটিল হলেও এই ধাঁধাটি কিন্তু বেশ সহজ। এই ধাঁধার উত্তর হবে ২৪। বিস্তারিতভাবে দেখলে এটি দাঁড়ায় ২+২২x২÷২ = ২+ ৪৪÷২ = ২+২২ = ২৪।