ডাকাতির ঘটনায় অভিযুক্ত নূর এবার TMC প্রার্থী! ক্ষুব্ধ মানুষ, ‘দিদিই সব, আমার কোনও দাম নেই’, সাফাই তাঁর

বাংলা হান্ট ডেস্ক : এবার প্রার্থীকে কেন্দ্র করে স্থানীয় মানুষের অসন্তোষের কাঁটায় বিদ্ধ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ডাকাতির চক্রান্ত জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তিকেই গ্রামসভায় প্রার্থী হিসাবে টিকিট দিল তৃণমূল! এই ঘটনা ঘিরে অসন্তোষ ছড়িয়েছে পাণ্ডুয়ায় (Pandua)।

সূত্রে খবরএবার পান্ডুয়ার গ্রাম পঞ্চায়েতের ২৬৮ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী করা হয়েছে নূর ইসলাম ওরফে ভোলাকে। একথা নিজেই জানিয়েছেন নূর। দলের হয়ে তিনি মনোনয়নও জমা দিয়েছেন। এমনকী কিছুদিনের মধ্যে নিজের প্রচার করতে দেওয়াল লেখার কাজ শুরু করবেন দলের কর্মীরা, সেকথাও জানিয়ে দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালে সেপ্টেম্বর মাসে পাণ্ডুয়ার ক্ষীরখুণ্ডি মাঠপাড়া এলাকায় নূর আলমের বাড়িতে বেশ কয়েকজন অপরিচিত লোকের আনাগোনা শুরু হয়েছিল। তাতে গ্রামবাসীদের সন্দেহ হয়। এরপরেই গ্রামবাসীরা নূর ওরফে ভোলার বাড়িতে চড়াও হন।

tmc flag

ওই দিন সেখান থেকে মাদক,নগদ টাকা সহ কয়েকজনকে হাতেনাতে ধরেও ফেলেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পাণ্ডুয়া থানার পুলিস। সেখান থেকে নূর সহ চারজনকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত নেমে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল। ডাকাতির ছক কষার অভিযোগে কিছুদিন জেল খাটেন তিনি। এরপর জামিনে জেলের বাইরে রয়েছেন তিনি। এই মামলার বিষয়টি নমিনেশনের হলফনামায় উল্লেখ করেছেন তৃণমূলের ওই প্রার্থী।

যদিও প্রার্থী নূর ইসলাম বলেন, ‘মানুষ দিদিকে দেখে ভোট দেবে, আমাদের কোনও দাম নেই। আমি মঙ্গলবার থেকে প্রচারে নামব। দলের সভাপতি আমাকে ফোন করে জানায় আমার নাম তালিকায় রয়েছে। এরপরেই আমি নমিনেশন জমা দিয়েছি।’

অবশ্য মামলার কথা স্বীকারও করে নিয়েছেন নূর। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিত ডাকাতির মামলা এখন চলছে। তবে দলের কথাই শেষ কথা। দল যদি আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলে আমি তাই করব।’

Sudipto

সম্পর্কিত খবর