১,০০০ কোটি ছাড়ালো কোহলির সম্পত্তি, খেলা থেকে বিজ্ঞাপন চারিদিক থেকেই হয় আয়  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একটা ব্যাপারে সকলেই একমত হবেন। আর সেই ব্যাপারটা হল যে গত এক দশকে বিরাট কোহলি (Virat Kohli) হলেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এবং ধারাবাহিক ক্রিকেটার। ব্যাট হাতে তিন ফরম্যাটেই তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। আর মাঠের মধ্যে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরে রোজগারের দেখতেও নিজের সময়ের ক্রিকেটারদের কয়েক মাইল পেছনে ফেলে দিয়েছেন তিনি।

৩৪ বছর বয়সী তারকাকে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের নির্ধারিত চুক্তি অনুসারে বছরে সাত কোটি টাকা দিয়ে থাকেন। এছাড়াও বিসিসিআই তাকে একটি টেস্ট খেলার জন্য ১৫ লাখ টাকা, ওডিআই ম্যাচ খেলার জন্য ৬ লাখ টাকা এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ৩ লাখ টাকা দিয়ে থাকে।

ভারতীয় দলের হয়ে খেলা ছাড়াও বিরাট কোহলি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামেন। বিরাট কোহলিকে এক মরশুমের জন্য ১৫ কোটি টাকা দেন আরসিবি। আর শুধুমাত্র ক্রিকেটার হিসেবে নয়, কোহলির বেশ কয়েকটি ব্র্যান্ডের মালিক হিসাবেও বড় রোজগার করে থাকেন। তিনি ব্লু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল ছাড়াও আরও সাতটি স্টার্ট-আপে বিনিয়োগ করেছেন।

এছাড়া কোহলি হলেন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ। তিনি বর্তমানে ১৮ টি-রও বেশি ব্র্যান্ডের প্রোমোশনের সাথে যুক্ত। প্রতিটি বিজ্ঞাপনের জন্য বিরাট বার্ষিক ৮ থেকে ১০ কোটি টাকা পেয়ে থাকেন। এই ক্ষেত্র থেকে তিনি প্রায় ১৭৫ কোটি টাকা আয় করে থাকেন। এছাড়াও বিরাট অন্যান্য ক্রীড়ার সাথে যুক্ত কিছু দলের কিছু অংশের মালিকানা ভোগ করেন। সেখান থেকেও একটা মোটা অংকের টাকা রোজগার করে থাকেন তিনি।

এরপরও আসে সোশ্যাল মিডিয়া। সেখানে ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য শোনা যায় যে কোহলি এই মঞ্চ থেকে ৮.৯ কোটি টাকা রোজগার করে থাকেন। এর পাশাপাশি টুইটারে, তিনি প্রতি পোস্টে ২.৫ কোটি টাকা নিয়ে থাকেন। বিরাটের দুটি বাড়ির মোট দাম ১১৪ কোটি টাকা। এছাড়া তিনি মোট ৩১ কোটি টাকার গাড়ির মালিক ছিলেন কিছুদিন আগে অবধিও।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর