বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমবর্ধমান খরচ সামলাতে অনেকেই চান চাকরির পাশাপাশি অতিরিক্ত উপার্জন (Income) করতে। এমতাবস্থায়, যুগের সাথে তাল মিলিয়ে এখন উপার্জনের একাধিক নতুন রাস্তাও তৈরি হয়েছে। যেগুলির মাধ্যমে খুব সহজেই অতিরিক্ত উপার্জন করতে পারেন যে কেউই।
বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক এইরকমই তিনটি অত্যন্ত সহজ উপার্জনের উপায় আপনাদের জানাবো। যেগুলির মাধ্যমে চাকরির পাশাপাশিও আয়ের পথ সুগম করতে পারবেন ইচ্ছুকরা। এছাড়াও, এর মাধ্যমে প্রচুর উপার্জনের সুযোগও থাকবে। যা, জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে সবাইকে।
১. প্রথম পদ্ধতিটি হল অনলাইন ক্লাস। বর্তমান যুগে সবকিছুই প্রায় ডিজিটালি সম্পন্ন হচ্ছে। পাশাপাশি, করোনার মত ভয়াবহ মহামারীর জেরে এই অনলাইন নির্ভরতা আরও বেড়েছে। লকডাউন চলাকালীনও স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস করা হত অনলাইনের মাধ্যমেই। শিক্ষক-শিক্ষিকারাও বর্তমানে এই পদ্ধতির সঙ্গে যথেষ্ট সাবলীল হয়ে উঠেছেন।
তবে আপনিও যদি পড়ানোর প্রতি আগ্রহী থাকেন তাহলে এটি আপনার আয়ের অন্যতম একটি উপায় হতে চলেছে। এই কাজটি অত্যন্ত সহজ এবং এতে কোনো খরচও নেই। শুধুমাত্র কিছুটা সময়ে এবং ধারাবাহিকতা বজায় রেখে ক্লাস নিলেই আপনি সফল হতে পারবেন। বর্তমানে YouTube-এর পাশাপাশি আরও অন্যান্য প্ল্যাটফর্মেও এই ক্লাস শুরু হয়েছে। পাশাপাশি, বিভিন্ন সময়েই অনলাইন ক্লাসে শিক্ষক-শিক্ষিকার জন্য বিজ্ঞাপনও দেখা যায়। সেখানেও আবেদনের ভিত্তিতে এই কাজ শুরু করতে পারেন ইচ্ছুকরা।
২. দ্বিতীয় উপায়টি হল ব্লগিং। বিনোদন থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, রাজনীতি এবং বিভিন্ন খবরাখবরের সুবাদে ব্লগিং বর্তমানে স্বল্প বিনিয়োগে ভালো উপার্জনের উপায় হিসেবে একটি অন্যতম বিকল্প হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন প্রচুর পরিমাণে “কনটেন্ট” প্রকাশিত হয় ব্লগের মাধ্যমে। মাল্টিপল স্ট্রিম ব্লগিং আয়ের জন্য অত্যন্ত ভালো উপায়।
সাধারণত যাঁরা লিখতে ভালোবাসেন তাঁদের জন্য ব্লগিং-এর চেয়ে ভালো আর কিছু নেই। এটা যেমন শখ পূরণ করে তেমনি উপার্জনের মাধ্যম হিসেবেও পরিগণিত হয়। ব্লগিং যদি ভালো ভাবে করা যায়, তাহলে ওয়েবসাইট পরপর জনপ্রিয়তা পাবে। পাশাপাশি, সেখানে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আয়ও বাড়াতে পারবেন।
৩. তৃতীয় পদ্ধতিটির মাধ্যমটি অত্যন্ত জনপ্রিয়, তা হল YouTube। হ্যাঁ, YouTube-এর মাধ্যমেও বিপুল পরিমাণে আয় করা সম্ভব। বর্তমান সময়ে এমনিতেই মানুষ দিনের অনেকটা সময়ে এই প্ল্যাটফর্মে কাটান। দিন দিন এখানে দর্শক সংখ্যা লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায়, আপনি আপনার চ্যানেলে দেওয়া ভিডিওর মাধ্যমে খুব সহজেই কোটি কোটি দর্শকের কাছে পৌঁছে যেতে পারেন। কমেডি, গান, তথ্যমূলক ভিডিওর পাশাপাশি রান্নার টিপস বা ভ্রমণ, ভাইরাল হতে পারে এমন কন্টেন্ট বানালেই YouTube চ্যানেল থেকে সহজেই আয় করা যেতে পারে।
এই প্ল্যাটফর্মে ভিউ এবং সাবস্ক্রাইবার বৃদ্ধির সাথে সাথে আপনার আয়ও বাড়বে। তাই একটানা ভিডিও দেওয়ার মাধ্যমে এখানে সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করতে হবে। আর এইভাবেই উল্লিখিত পদ্ধতিগুলির মাধ্যমে চাকরির পাশাপাশিও খুব সহজেই উপার্জন বাড়ানো সম্ভব।