বাংলাহান্ট ডেস্ক : ব্যাঙ্ক বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। সাধারণ মানুষ টাকা জমা রাখার জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলেন ও ব্যবসায়ীরা খোলেন কারেন্ট অ্যাকাউন্ট। এছাড়াও নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত উচ্চ হারের সুদে টাকা জমা রাখার স্কিমকে বলা হয় ফিক্সড ডিপোজিট।
এই ফিক্সড ডিপোজিটে সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি পরিমাণ সুদ পাওয়া যায়। তবে বর্তমানে আরবিআই সুদের হার বৃদ্ধি করার পর বেশকিছু ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার বৃদ্ধি করেছে। আজ আমরা জেনে নেব এমনই কয়েকটি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে।
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক : ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহকদের ৭ শতাংশ হারে সুদ প্রদান করছে। অন্যদিকে এক লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে দুই শতাংশ হারে সুদ প্রদান করছে বিখ্যাত এই পেমেন্টস ব্যাঙ্কটি।
ESAF Small Finance Bank : সেভিংস একাউন্টে ১৫ লাখের উপর সঞ্চয়ের ক্ষেত্রে এই ব্যাঙ্ক দিচ্ছে ৬.৫% সুদ। অন্যদিকে সেভিংস অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা জমার ক্ষেত্রে এই ব্যাঙ্ক আপনাকে ৪ শতাংশ হারে সুদ প্রদান করবে।
Equitas Small Finance Bank : এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে জমার ক্ষেত্রে এই ব্যাঙ্ক গ্রাহকদের দিচ্ছে ৩.৫% সুদ। ৫.২৫% হারে সুদ পাওয়া যাচ্ছে ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে। সাত শতাংশ সুদ পাওয়া যাচ্ছে পাঁচ লাখের অধিক জমার ক্ষেত্রে।
AU Small Finance Bank : এই স্মল ফিনান্স ব্যাঙ্ক সাত শতাংশ হারে সুদ দিচ্ছে পঁচিশ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে জমার ক্ষেত্রে।
Fincare Small Finance Bank : এই ব্যাঙ্কটি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে ৬.১১% ও পাঁচ লক্ষের বেশি জমার ক্ষেত্রে ৭.১১% সুদ প্রদান করছে গ্রাহকদের।