৪৮ ঘণ্টা পরও কেন বাহিনী চাইল না কমিশন? রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ গত ১৫ জুন পঞ্চায়েত (Panchayat Vote) মামলায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার জন্য কমিশনকে (State Election Commission) নির্দেশ দিয়েছিল। প্রধান বিচারপতির দেওয়া সেই নির্দেশের পর পেরিয়ে গিয়েছে তিন দিন। তবে বঙ্গে দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর।

এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে কত বাহিনী প্রয়োজন তা জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি ১৩ জুন ভিডিওগ্রাফির নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন সেসব অমান্য করছে। এইসব অভিযোগ তুলেই এবার আদালত অবমাননার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কেবল শিশির পুত্রই নয়, এই একই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীও। দুজনারই দাবি, আদালতের নির্দেশ মানছে না কমিশন। তাই আদালত অবমাননার মামলা দায়ের অনুমতি চাওয়া হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে। দ্রুত শুনানির আবেদনও করা হয়েছে।

জানা গিয়েছে ইতিমধ্যেই এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। অন্যদিকে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছি সুপ্রিম কোর্টে গিয়েছেন নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

panchayat vote 8

জানা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার সেই আবেদন শুনবে শীর্ষ আদালত। প্রসঙ্গত, ২০২৩ পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই একের পর এক ইস্যুতে উত্তপ্ত বঙ্গ। একদিকে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়া ভোটে ‘না’ বিরোধীদের। অন্যদিকে বাহিনীর মোতায়েন রুখতে মরিয়া রাজ্য সরকার ও কমিশন। রাজ্যের সাফ কথা প্রয়োজনে অন্য রাজ্য থেকে পুলিশ এনে ভোট হবে তবে কেন্দ্রীয় বাহিনীর। এবার এরই মাঝে আবার আদালত অবমাননার অভিযোগ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর