বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের নানান রকম মজাদার জিনিস দেখতে পাই। সোশ্যাল মিডিয়ায় শেয়ার অপশন এর সাহায্যে এক নিমিষে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল (Viral Video) হয়। আজ আপনাদের যে ভিডিওর কথা বলতে চলেছি সেটি সত্যি অন্যরকম। বাঙালিদের কাছে ফুচকা অন্যতম প্রিয় একটি খাদ্য। ফুচকার নাম শুনলেই অধিকাংশ বাঙালির জিভে জল এসে যায়।
কিন্তু চলন্ত লোকাল ট্রেনে যদি ফুচকা বিক্রি হয় তাহলে কেমন হয় বলতে পারবেন? ভাবছেন এটাও আবার সম্ভব নাকি! কিন্তু সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের ভিতরের সমস্ত লাইট জ্বলছে। অর্থাৎ এটি রাত্রি বেলার ভিডিও। সেই ট্রেনের মধ্যেই এক ফুচকা বিক্রেতা বিক্রি করছেন ফুচকা। খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।
অনেকেই রাত্রিবেলা অফিস থেকে বাড়ি ফেরেন, আবার কেউ স্কুল-কলেজ সেরে সন্ধ্যাবেলা ট্রেনে করে ফিরে যান নিজেদের গন্তব্যে। তাদের জন্য এই ফুচকার দোকানটি একেবারে আশীর্বাদ এর মতো। চলন্ত ট্রেনের মধ্যেই ফুচকা বিক্রি করে রীতিমতো লাভের মুখ দেখছেন বিক্রেতাও। ভিডিওতে দেখা যাচ্ছে ক্রেতাদের দাবি অনুযায়ী বিক্রেতা ফুচকা তৈরি করছেন। তার স্টল ঘিরে রয়েছেন বহু ট্রেন যাত্রী।
বিভিন্ন মজার মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “ফুচকা অন হুইলস।” আবার আরো একজন ব্যবহারকারীর মন্তব্য, “যিনি ভিডিওটি করেছেন তিনি হয়তো লোকাল ট্রেনে যাতায়াত করেন না। ভারতবর্ষের লোকাল ট্রেনে সবজিও বিক্রি করা হয়। রীতিমতো বাজারে পরিণত হয় একটি চলন্ত ট্রেন। ফুচকা বিক্রি হবে এ আর এমন আশ্চর্যের কি ব্যাপার!”