আর ব্যাঙ্কে দিতে হবে না লাইন! এবার এইভাবে বাড়ি থেকেই ডিপোজিট করুন ২,০০০ টাকার নোট

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গত ১৯ মে একটি বড়সড় ঘোষণা করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। (Reserve Bank Of India)। ওইদিন সংশ্লিষ্ট ব্যাঙ্ক জানিয়ে দেয় যে, তারা বর্তমানে প্রচলিত ২,০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, সাধারণ মানুষকে ওই নোট ব্যাঙ্কে জমা দেওয়ার বিষয়টিও জানিয়ে দেওয়া হয়।

পাশাপাশি, এখন নতুন করে ২,০০০ টাকার নোটের সার্কুলেশনও করা হচ্ছে না। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২,০০০ টাকার নোট বদলানোর প্রক্রিয়ার প্রসঙ্গে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর। যার পরিপ্রেক্ষিতে এখন সকলেই ব্যাঙ্কে গিয়ে এই নোট পরিবর্তন করছেন।

তবে, আপনি যদি এই কাজ করতে গিয়ে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আমরা একটি দুর্দান্ত উপায়ের প্রসঙ্গ উপস্থাপিত করব। যার মাধ্যমে আপনি ব্যাঙ্কে না গিয়েও বদলে ফেলতে পারেন এই নোট। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

মূলত, আপনি এই কাজের জন্য Amazon Pay-র সাহায্য নিতে পারেন। এই অন্যতম ই-কমার্স সংস্থা তার গ্রাহকদের জন্য একটি নতুন Amazon Pay “Cash Load” পরিষেবা শুরু করছে। যেখানে আপনি খুব সহজেই Amazon-Pay অ্যাকাউন্টে ২,০০০ টাকার নোট জমা করতে পারেন।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট সংস্থা এই পরিষেবার মাধ্যমে প্রতি মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত নগদ জমা করার সুবিধা দিয়েছে। এই জমা করা টাকা দিয়ে আপনি অনলাইন শপিং সহ যেকোনো দোকানে স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। শুধু তাই নয়, Amazon-এর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, আপনি ওই অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও স্থানান্তর করতে পারবেন।

whatsapp image 2023 06 21 at 4.13.39 pm

এই প্রক্রিয়াটিও অত্যন্ত সহজ। আপনাকে আপনার পরবর্তী যেকোনো অর্ডারে Amazon ডেলিভারি এজেন্টকে এই অর্থ (২,০০০ টাকার নোটও দেওয়া যাবে) প্রদান করতে হবে। এজেন্ট তৎক্ষণাৎ আপনার Amazon-Pay ব্যালেন্স অ্যাকাউন্টে ২,০০০ টাকার সমপরিমাণ অর্থ জমা করে দেবেন। এর পরে, আপনি আপনার ইছেমতো কেনাকাটা বা কাউকে পাঠানোর জন্য অ্যাকাউন্টের এই অর্থ ব্যবহার করতে পারেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর