গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর! এবার সস্তায় সোনা দিচ্ছে PNB, ১০ গ্রামের দাম মাত্র এত টাকা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি দুর্দান্ত সুখবর সামনে এসেছে। আপনার যদি সস্তায় সোনা কেনার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে রয়েছে বড় সুযোগ। মূলত, কেন্দ্রীয় সরকার এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এবার আপনাকে সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে।

তবে, এইজন্য আপনার কাছে আর ৩ টি দিন বাকি রয়েছে। অর্থাৎ, আপনি যদি গহনা তৈরি করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে এই সময়ে সস্তায় সোনা কেনার সুযোগ রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি ৫,৯২৬ টাকা প্রতি গ্রামে সোনা কেনার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসিয়াল টুইটে এই তথ্য জানিয়েছে।

সোনার দাম কত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সরকার গভর্নমেন্ট গোল্ড বন্ড (Sovereign Gold Bond, SGB) স্কিম ২০২৩-২৪ শুরু করেছে। এইজন্য প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫,৯২৬ টাকা। অন্যদিকে, আপনি যদি অনলাইনে সোনা কেনেন, তাহলে আপনি প্রতি গ্রামে ৫,৮৭৬ টাকা দরে ​​সোনা পাবেন।

টুইট করেছে PNB: ইতিমধ্যেই PNB তার অফিসিয়াল টুইটে জানিয়েছে যে, এক্ষেত্রে সর্বনিম্ন ১ গ্রাম সোনা কিনতে হবে। এছাড়াও ইন্ডিভিজুয়াল এবং HUF-এর বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৪ কেজি সোনায় বিনিয়োগ করতে পারেন। অপরদিকে, ট্রাস্টের জন্য সর্বাধিক বিনিয়োগের পরিমাণ হল ২০ কেজি।

কোথায় গোল্ড বন্ড কিনতে পারবেন: উল্লেখ্য যে, Sovereign Gold Bond-গুলি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অথবা পেমেন্ট ব্যাঙ্ক ছাড়া সমস্ত ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SHCIL), নির্বাচিত পোস্ট অফিস স্বীকৃত স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড (NSE) এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেড (BSE) দ্বারা কেনা যায়।

PNB

কত বছর পর হবে ম্যাচুরিটি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Sovereign Gold Bond-এর মেয়াদ হল ৮ বছর। কিন্তু পাঁচ বছর পরে, পরবর্তী সুদ প্রদানের তারিখে, আপনি এই স্কিম থেকে বেরিয়ে আসতে পারেন। এই গোল্ড বন্ডে, বিনিয়োগকারীকে কমপক্ষে এক গ্রাম সোনায় বিনিয়োগ করতে হবে। এমনকি প্রয়োজনে, বিনিয়োগকারী Sovereign Gold Bond থেকে ঋণও নিতে পারেন। তবে সেক্ষেত্রে গোল্ড বন্ড বন্ধক রাখতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর