বিশ্ব শ্রেষ্ঠ ব্রিজ রয়েছে ভারতে! এর প্রযুক্তির সামনে নতজানু আমেরিকাও, নাম জানলে গর্ব করবেন

বাংলাহান্ট ডেস্ক : ঐতিহ্যে ভরা আমাদের ভারত (India)। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ধরনের ইতিহাস। তবে শুনলে অবাক হয়ে যাবেন যে, সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এমন এক সেতু আছে যেটিকে দেশের গর্ব বলা হয়। কেবলমাত্র দেশে নয় গোটা বিশ্ব জুড়ে বিখ্যাত এই সেতু।

শুনলে অবাক হবেন, আমাদের দেশের এই সেতু নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা হলেও আজও পর্যন্ত উদ্বোধনই করা হয়নি এটি। উল্লেখ্য, রাজনৈতিক ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা হোক কিংবা পরিকাঠামো। সর্বস্তরের আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে আমাদের দেশ ভারত।

তবে জানেন কি পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ ব্রিজ (Bridge) রয়েছে ভারতেই? এমনকি আমেরিকার মতন দেশেও সেই ব্রিজ নিয়ে চলে আলোচনা। বর্তমান সময়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্যোগে বিভিন্ন প্রান্তে নির্মাণ হচ্ছে একের পর এক ব্রিজ, তবুও এতটুকুও মাহাত্ম্য কমেনি জনপ্রিয় এই ব্রিজের।

আজকের এই বিশেষ প্রতিবেদনে এমন এক ব্রীজের সন্ধান দেবো যেটি তৈরি হয়েছে নাট, বল্টু দিয়ে। হ্যাঁ শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। এই ব্রিজটির নাম হাওড়া ব্রিজ (Howrah Bridge)। প্রত্যেকদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। এমনকি হাওড়া ব্রিজ একবার দেখার জন্য বহু মানুষ ভিড় জমান ব্রিজের ওপর।

howrah bridge

যদিও, রাত ১২ টার সময় এই ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। কারনটা জানলে অবশ্য আপনি চমকে উঠবেন। প্রচলিত কাহিনী অনুযায়ী, এই সময় নাকি ভেঙে পড়তে পারে ব্রিজ।

additiya

সম্পর্কিত খবর