বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে চোট আঘাতের কারণে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বিশেষ করে চলতি বছরে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার বারংবার চোটের কবলে পড়ে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন। এদের মধ্যেই একজন হলেন লোকেশ রাহুল (KL Rahul)। আইপিএল (IPL 2023) খেলতে গিয়ে চোট পেয়েছিলেন এই তারকা ব্যাটার।
কিন্তু মনে করা হচ্ছিল চলতি বছরে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে ফিরে পর্যাপ্ত পরিমাণে ম্যাচ খেলার সুযোগ পাবেন। কিন্তু সম্প্রতি তাকে নিয়ে এমন একটি সংবাদ সামনে এসেছে যা শোনার পর তার ভক্তরা অত্যন্ত হতাশ হবেন।
আগামী ৩১ শে আগস্ট থেকে আরম্ভ হতে চলেছে এশিয়া কাপ। আশঙ্কা করা হয়েছিল যে সেই সময়ের মধ্যে হয়তো সুস্থ হয়ে উঠবেন তারকা ব্যাটার। বর্তমানে তিনি বাঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব করছেন। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী স্পষ্ট হয়ে গিয়েছে যে এশিয়া কাপের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন না। সেক্ষেত্রে তার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কমে যাবে। কারণ এশিয়া কাপ শেষ হবার পরম বিশ্বকাপ আরম্ভ হতে আর এক মাস সময়ও হাতে থাকবে না। যত অভিজ্ঞ ক্রিকেটারই হন না কেন, বিনা ম্যাচ প্র্যাক্টিসে সরাসরি ওডিআই বিশ্বকাপের মতো টুর্নামেন্টের স্কোয়াডে কাউকে নেওয়াটা ভারতীয় নির্বাচকদের পক্ষে সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।
ইতিমধ্যে এশিয়া কাপের গ্রুপ বিভাজনও প্রকাশ্যে চলে এসেছে। গতবারের মতোই এক গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। সেইবার গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে হারালেও সুপার ফোরের লড়াইয়ে রোহিত শর্মাদের টেক্কা দিয়েছিলেন বাবর আজমরা। তবে গতবার টুর্নামেন্ট ছিল ২০ ওভারের। চলতি বছরে টুর্নামেন্ট ৫০ ওভারের ফরম্যাটেই আয়োজিত হবে।
প্রথম গ্রূপ:
● পাকিস্তান (আয়োজক)
● ভারত
● নেপাল (যোগ্যতাঅর্জনকারী দেশ)
দ্বিতীয় গ্রূপ:
● শ্রীলঙ্কা (আয়োজক ও গতবারের চ্যাম্পিয়ন)
● বাংলাদেশ
● আফগানিস্তান