আর এই রুটে চলবে না বন্দে ভারত! বড় সিদ্ধান্ত রেলের, প্রকাশ্যে এল আসল কারণ

বাংলাহান্ট ডেস্ক : হইচই করে শুরু হয়েছিল যাত্রা। মাত্র কয়েক মাসের মধ্যেই থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) চাকা। ভারতীয় রেলের একটি রুটে আপাতত গড়াবে না বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। এমনটাই জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ (Indian Railways)। রেল দফতর সূত্রে খবর, আপাতত মহারাষ্ট্রের বিলাসপুর-নাগপুর রুটে চলবে না বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের সুবিধার্থে আপাতত ওই রুটে চলবে তেজস এক্সপ্রেস (Tejas Express)।

রেল সূত্রে খবর, যাত্রী সংখ্যা কম হওয়ার কারণেই আপাতত বন্ধ করে দেওয়া হলো সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। আসলে এই ট্রেনের ভাড়া অতিরিক্ত বেশি হওয়ায় প্রথম থেকেই যাত্রীদের মধ্যে দেখা গিয়েছিল অনীহা। ভারতের মোট আসনের ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি। আর তাই সমস্ত দিক বিচার বিবেচনা করে মহারাষ্ট্রের ঐ রুটে আপাতত বন্ধ করে দেওয়া হল বন্দে ভারত এক্সপ্রেসের চাকা।

Vande Bharat

নাগপুর-বিলাসপুর রুটে যাত্রীদের বন্দে ভারত এক্সপ্রেস এর যাত্রা করার জন্য পকেট থেকে খসাতে হচ্ছিল মোটা অংকের টাকা। মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার যাত্রাপথে এক্সিকিউটিভ শ্রেণীর ভাড়া ছিল ২,০৪৫ টাকা এবং সাধারন চেয়ার কারের ভাড়া ছিল ১,০৭৫ টাকা। এত টাকা খরচ করে ট্রেনে যাত্রা মোটেই পছন্দ নয় যাত্রীদের। আর তাই কমছিল অনীহা।

রেল দফতর সূত্রে জানা যাচ্ছে, আপাতত ওই রুটে চালানো হবে ১১ কোচের তেজস এক্সপ্রেস। যে সময় বন্দে ভারত চলত সেই একই সময় চলবে এই ট্রেন। একেবারে সঠিক সময় যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে। এমনকি ট্রেনের নম্বরও থাকবে একই।

২০২২ সালের ১১ ডিসেম্বর নাগপুর-বিলাসপুর রুটে চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। প্রশ্ন উঠছে, সমস্ত রুটেই বন্দে ভারত নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিচ্ছে অনীহা। তাহলে কি আগামী দিনে বেশিরভাগ রুটেই বন্ধ হয়ে যাবে সেমি হাইস্পিড এই ট্রেন? যদিও এই প্রশ্নের উত্তর অজানা।

additiya

সম্পর্কিত খবর